আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের কলেজ বিশ্ববিদ্যালয়ের মান নিয়ন্ত্রণ সংস্থা এনআইআরএফ তাদের ক্রম তালিকা প্রকাশ করেছে। সেই তালিকা অনুযায়ী দেশের মধ্যে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স প্রথম, দ্বিতীয় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান অষ্টম। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে এগারো। দুশোর মধ্যে স্থান করে নিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। তবে, রাজ্য সরকারের আর্থিক সাহায্যপ্রাপ্ত বিশ্বিবিদ্যালয়গুলির মধ্যে শীর্ষে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় আর দ্বিতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। কলেজের তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। মেদিনীপুর কলেজ ৯৭তম স্থান অর্জন করেছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই কৃতিত্বে উচ্ছ্বসিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেছেন। ট্যুইটে মমতা লিখেছেন, সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরা যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়। এনআইআরএফ র্যা ঙ্কিং অনুযায়ী দেশের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থানে যাদবপুর, কলকাতা। কলেজগুলির মধ্যে অষ্টম স্থানে সেন্ট জেভিয়ার্স। এই তথ্য জেনে আমি গর্বিত।"
অন্যদিকে, গবেষণা প্রতিষ্ঠান হিসেবে আইআইটি খড়গপুর চতুর্থ স্থান অধিকার করেছে। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান ১৩। তারপরের স্থান দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের। ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ১১তম স্থান অধিকার করেছে। ফার্মেসি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশের মধ্যে সবার শীর্ষে দিল্লির জামিয়া হামদর্দ। এক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান ১৮। মেডিক্যাল শিক্ষায় সবার শীর্ষে দিল্লির এইমস। তবে কলকাতার ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাথজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ২১ তম স্থান দখল করেছে। আর কলকাতার মেডিক্যাল কলেজের স্থান হয়েছে ৪৩। ডেন্টাল কলেজ হিসেবে এ রাজ্যের গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ ৪০তম স্থান অধিকার করেছে। আইন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এ রাজ্যের ওয়েস্টবেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস চতুর্থ স্থান অধিকার করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct