সুব্রত রায়, কলকাতা, আপনজন: শিয়ালদহ মেট্রো রেলের উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনৈতিকভাবে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে এদিন মেট্রোরেল অভিযানের নেতৃত্ব দিলেন রাজ্যের তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ কোটি টাকা খরচ করে, দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণের জন্য উচ্ছেদ করা বস্তিবাসীদের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণের পরিকল্পনা তিনি পাস করিয়েছিলেন রেলমন্ত্রী থাকার সময়। পরবর্তীকালে এই কাজ শুরু হলে জমি দেওয়া থেকে শুরু করে রাজ্য সরকারের পক্ষ থেকে কাজে সহযোগিতা করা সমস্ত কিছুই করেছে বর্তমান রাজ্য সরকার। তারপরেও শিয়ালদহ মেট্রো রেলের উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী কে আমন্ত্রণ না জানানো কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের অসৌজন্যতাই প্রমাণ করে। এরই প্রতিবাদে আজ কলকাতার মেট্রো রেল ভবনে প্রতিবাদ দেখালেন মদন মিত্র।
পাশাপাশি কলকাতা মেট্রোরেল এ কর্মরত তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মীদের বেছে বেছে বিভিন্ন জায়গায় এবং নিম্নমানের দপ্তরে ট্রান্সফার করা হচ্ছে। না হলেই তাকে সাসপেনশনের ভয় দেখানো হচ্ছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন মদন বাবুর হুঁশিয়ার,,, এটা গুজরাট বা উত্তরপ্রদেশ নয়। এটা পশ্চিমবঙ্গ, এ বাংলার মানুষজনকে অপমান করলে বা অনৈতিকভাবে ঘাটালে তার পরিণাম ভালো হবে না। কলকাতা মেট্রো রেল এর একাধিক আধিকারিকের কাজকর্ম ও গতিবিধির ওপর এবার থেকে নজর রাখা হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অনৈতিক কিছু দেখলেই তার প্রতিবাদ করা হবে বলেও এদিন হুঁশিয়ারি দিলেন মদন মিত্র,,,।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct