সম্প্রীতি মোল্লা , কলকাতা, আপনজন: চলতি সপ্তাহে বেসরকারি বাস এবং মিনিবাসের ভাড়া বাড়ানোর বিষয়টি বিবেচনা করতে রাজ্যের পরিবহণ সচিবকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চ ৬ সপ্তাহের মধ্যে এ নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে নির্দেশ দিয়েছে বলে জানা গেছে। প্রায় দেড় হাজার বাস পথে নামছে না। চরম ভোগান্তির শিকার যাত্রীরা।বাসমালিক সংগঠনের সঙ্গে বৈঠকে রাজ্য সরকার জানায়,-' আগে তারা রাস্তায় বাস নামাক। তারপর ভাড়াবৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে। পাশাপাশি জানানো হয়েছিল, -' সংগঠনগুলি এর পরও বাস নামাতে রাজি না হলে ভবিষ্যতে বেসরকারি বাস ভাড়া নিয়ে চালাতে পারে সরকার'। সম্প্রতি জ্বালানি ও বাস চালানোর অন্যান্য খরচ বাড়তে থাকার ফলে রাস্তায় কমছিল বাসের সংখ্যা। তার উপর আবার নতুন জরিমানার আর্থিক সংখ্যা বৃদ্ধি। বাস চালকদের অভিযোগ , -' সামান্য টাকা পাই। তার উপর কেস বাড়িয়েছে। জরিমানা দেব নাকি বাস চালাব?' কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলে। অল বেঙ্গল বাস সংগঠন সমন্বয় কমিটি ও আসানসোল মিনিবাস সংগঠনকে এই ব্যাপারে তাদের প্রস্তাব রাজ্যকে অবিলম্বে জানানোর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ যাতে রাজ্য সরকার দ্রুত ভাড়ার তালিকা তৈরি করতে পারে । মারণ ভাইরাস করোনার পর তেলের দাম বাড়লেও বাস বা মিনিবাসের ভাড়া বাড়েনি। কোথাও কোথাও বাস মালিক সংগঠন নিজেদের ইচ্ছেমতো ভাড়া বাড়িয়েছে । কোথাও বেশি ভাড়া নিতে গেলে যাত্রীদের সঙ্গে ঝামেলায় জড়াতে হচ্ছে বাসের কন্ডাক্টরদের। সেই কারণেই বাস-মিনিবাস সংগঠনগুলো হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যকে নির্দিষ্ট ভাড়ার তালিকা তৈরি করে দেওয়ার আর্জি জানিয়ে। বাস মালিক সংগঠনগুলির দাবি, -' রাজ্য সরকার ২০১৮ সালে শেষবার ভাড়ার মূল্যায়ন করেছিল । তারপর থেকে তেলের দাম দফায় দফায় বাড়লেও বাড়েনি বাস ভাড়া। রাজ্যকে একাধিকবার এই বিষয়ে আবেদন করেও কোনও লাভ হয়নি। রাজ্যের তরফে আইনজীবী আদালতে বলেছেন,"ভাড়া বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণ রাজ্যের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের বিষয়। এখানে আদালত হস্তক্ষেপ করতে পারে না। এর আগে সিঙ্গল বেঞ্চ সেই কারণে মামলা খারিজ করেছিল।" এখন দেখার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দেয়?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct