অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের অন্তর্গত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা। মূলত পঠন-পাঠন সহ মিড-ডে মিলের গুণগতমান বৃদ্ধি প্রভৃতি নানা বিষয় নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বংশীহারী ব্লকের টাঙ্গন সভা কক্ষে এই আলোচনা সভায় ব্লকের বিভিন্ন বিদ্যালয় এর প্রায় ১৫৭ জন শিক্ষক-শিক্ষিকা সভায় উপস্থিত ছিলেন।বংশীহারী ব্লকের প্রতিটি প্রাইমারি, এসএসকে , এমএসকে , মাদ্রাসা, আপার প্রাইমারি ও হাই স্কুল গুলি থেকে একজন করে শিক্ষক উপস্থিত ছিলেন। পঠন পাঠন সহ মিড ডে মিল প্রভৃতি নানা বিষয় নিয়ে আলোকপাত করেন বংশীহারী ব্লকের শিক্ষা বিভাগের নোডাল অফিসার শ্যামল রায়, বংশীহারী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গনেশ প্রসাদ সহ অন্যান্যরা।
সভায় আলোচ্য বিষয় ছিল , স্কুলের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের গুণগত মান নিয়ে। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রচন্ড দাবদাহের কারণে স্কুলের খাবারের গুণগত মান যাতে ঠিকঠাক থাকে সে বিষয়ে নজর রাখার পরামর্শ দেওয়া হয় শিক্ষকদের। স্কুলের খাবার খেয়ে ছাত্র-ছাত্রীরা যাতে কোনোভাবেই অসুস্থ হয়ে না পড়ে সেদিকে গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেওয়া হয়। প্রতিদিনের তালিকা অনুযায়ী পুষ্টি গুণ বিশিষ্ট খাবার পরিবেশন করার পরামর্শ দেন তাঁরা। এছাড়াও পঠন-পাঠনের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেন। করোনার কারণে ছাত্র ছাত্রীরা গত দু’বছর অনেকটা পিছিয়ে পড়েছেন। সেই কারণে গঠন-পাঠনের দিকে শিক্ষকদের বিশেষ গুরুত্ব দেবার কথা বলা হয়। বংশীহারী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গনেশ প্রসাদ বলেন, বংশীহারী ব্লকের সমস্ত স্কুলগুলি থেকে একজন করে শিক্ষক আজকের আলোচনা সভায় উপস্থিত ছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলা প্রচন্ড তাপ প্রবাহের ফলে , স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের গুণগত মান বৃদ্ধির লক্ষে শিক্ষকদের নিয়ে আলোচনা সভা করা হয়। এছাড়া ছাত্র ছাত্রীদের পঠন পাঠনের প্রতি বিশেষ গুরুত্ব দেবার ব্যাপারে শিক্ষকদের সাথে আলোচনা করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct