শুভ বিশ্বাস, বানতলা, আপনজন: ভাঙড় ২ নম্বর ব্লক তৃণমুল কংগ্রেসের উদ্যেগে এদিন আসন্ন একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রস্ততি সভা আয়োজিত হল ভাঙড় ২ নম্বর ব্লকের অন্তর্গত পিঠাপুকুর স্কুল মাঠে। এদিনের প্রস্ততি সভায় ভগবানপুর অঞ্চল সহ ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী কর্মী সমর্থকেরা মিছিল করে এই প্রস্ততি সভায় অংশগ্রহণ করেন। এদিনের কর্মীসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি সাংসদ শুভাশিস চক্রবর্তী, ভাঙড় বিধানসভা কমিটির চেয়ারম্যান ড: রেজাউল করিম, ভাঙড় ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি আব্দুর রহিম, ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ মিজানুর আলম, ভাঙড় ২ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মহাসিন গাজী সহ তৃনমুল নেতা ইব্রাহিম মোল্যা, ফিরোজ সাপুই, সাবির মাস্টার সহ স্থানীয় নেতৃত্ব। প্রসঙ্গত গত দু’বছর যাবৎ ভার্চুয়ালি একুশে জুলাই দিনটি পালন করা হচ্ছে। তবে এবার শহীদ সমাবেশ থেকেই বরাবরের মতন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।খুব স্বাভাবিকভাবেই দু’বছর পর ধর্মতলায় আবার একুশে জুলাইয়ের সমাবেশ নিয়ে ব্যাপক উত্তেজনা কর্মীদের মধ্যে। কার্যত মনে করা হচ্ছে, একুশে জুলাইকে সামনে রেখে চব্বিশের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করবে তৃণমূল। আপাতত এই মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সে দিকেই নজর সবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct