জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: বাড়ছে করোনা, তার মধ্যেই জ্বর শ্বাস কষ্টের মত একই ধরনের উপসর্গ হওয়ায় রোগ ধরা পড়তে সময় লাগছে। সময়ে পরীক্ষা না করালে মৃত্যু পর্যন্ত হতে পারে বলছেন স্বাস্থ্য কর্তারা। তাই জেলায় শুরু হয়েছে স্ক্রাব টাইফাস নিয়ে সচেতনতার প্রচার। গত দু’বছর করোনা নিয়ে মাথা ব্যাথা থাকায় স্ক্রাব টাইফাস নিয়ে ভাবার সময় পায়নি হুগলি জেলা স্বাস্থ্য দপ্তর।কিন্তু স্ক্রাব টাইফাস চিন্তা বাড়াচ্ছে।জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী পনেরো জন আক্রান্ত এই মুহুর্তে।তিনজন ভর্তি আছেন চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে।চুঁচুড়ায় ৩ জন,মগড়ায় ৪ জন পোলবায় ৪ জন ধনিয়াখালী ১ জন হরিপাল ১ জন পান্ডুয়া ১ জন এবং পুরশুড়ায় ১ জন আক্রান্ত হয়েছে। গত বছর জেলায় ৯৭ জন আক্রান্ত হয়েছিলেন, এই মুহূর্তে এই রোগে আক্রান্তের সংখ্যার শীর্ষে হুগলি।হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারীক রমা ভুঁইয়া বলেন,এখন অনেকেরই জ্বর হচ্ছে। করোনাও বাড়ছে। স্ক্রাব টাইফাস সম্বন্ধে ধারনা কম সাধারনণ মানুষের তাই কেউ আক্রান্ত হলে ধরা পড়তে সময় লাগছে। জেলা হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা আছে।মহুকুমা হাসপাতাল গুলোতেও পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। স্ক্রাব টাইফাস হলে অবহেলা করা যাবেনা।জ্বর,মাথা যন্ত্রনা,শ্বাস কষ্ট,বা যেখানে কামরায় সেখানে কালো স্পট হলে সঙ্গে সঙ্গে পরীক্ষা করাতে হবে।উপসর্গ দেখা দিলে স্থানীয় স্বাস্থ্য কর্মির সঙ্গে যোগাযোগ করতে হবে।সাবধান থাকতে হবে ইঁদুর থেকে।ইঁদুর স্ক্রাব টাইফাসের বাহক।ইঁদুর আসতে পারে এমন কোনো খাবার বর্জ্য বাড়ির কাছে না ফেলা,ঝোপে জঙ্গলে শিশুদের যেতে না দেওয়া বড়রাও যদি কাজের জন্য যান বাড়িতে ঢুকে জামা কাপর ধুয়ে ফেলা প্রয়োজন। অনেকেই জ্বর হলে প্যারাসিটামল খেয়ে জ্বর কমানোর চেষ্টা করেন তা না করে ডাক্তার দেখাতে হবে।করোনার মধ্যে স্ক্রাব টাইফাস উদ্বেগ বাড়াচ্ছে তাই মানুষকে সাবধান থাকতে হবে। রথযাত্রা উৎসব গেছে তাতে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে।লাফিয়ে বাড়ছে করোনা পুজোর বাকি আর তিন মাসেরও কম সময়।পুজোর সময় সংক্রমন যাতে লাগাম না ছাড়ায় তার জন্য এখনই ভাবতে হবে।ট্রেন বাস গণ পরিবহনে ভীর হলেও মাস্ক পরার প্রবনতা কমেছে যে কারনে করোনা বাড়ছে বলে মনে করে জেলা স্বাস্থ্য দপ্তর।হুগলিতে বর্তমানে করোনা আক্রান ৯৭৮ জন।প্রতিদিন গড়ে ১০০-১৩০ জন করে আক্রান্ত হচ্ছেন।দিনে এক হাজার করে পরীক্ষা হচ্ছে।মূলত শহরাঞ্চল শ্রীরামপুর,উত্তরপাড়া,কোন্নগর,চুঁচুড়া, চন্দননগর,মগড়া,পান্ডুয়া ও বলাগড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct