আপনজন ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের প্রকাশিত এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের মধ্যে জনসংখ্যার নিরিখে চিনকে পিছনে ফেলবে ভারত। এমন আবহে দেশের জনসংখ্যা কমাতে সাধারণ মানুষকে অবিবাহিত থাকার পরামর্শ দিয়েছেন নাগাল্যান্ডের মন্ত্রী টেমজেন ইমনা আলং। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা নিয়ে করা এক টুইটে তিনি এমন পরামর্শ দেন। টুইটারে লেখেন, ‘বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আমাদের উচিত জনসংখ্যা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে সচেতন হওয়া। সন্তানের জন্মদানের দিকটিও নজরে রাখা উচিত।' তার পরই তিনি লেখেন, ‘বা আমার মতো অবিবাহিত থাকুন।' একসঙ্গে আমরা একটা টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাই উল্লেখ করে মজার ছলে তিনি লেখেন, ‘আসুন সিঙ্গলদের আন্দোলনে যোগ দিন।' নাগাল্যান্ডের মন্ত্রীর এই বক্তব্য ভাইরাল হয়েছে। বহু সিঙ্গল তাদের দুঃখের কথাও জানিয়েছেন। অনেকেই প্রশংসা করছেন ইনমার হাস্যরস বোধের। এর আগে মজার ছলে উত্তরপূর্বের মানুষের ছোট চোখ থাকার উপকারিতা নিয়ে যে জবাব তিনি দিয়েছিলেন তার প্রশংসা এসেছিল খোদ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছ থেকেও। এবার সে তালিকায় যুক্ত হলেন নাগালান্ডের মন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct