সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মঙ্গলবার সকালে ভারত বাংলাদেশ সীমান্ত সাগর পাড়া থানার সাগর পাড়া ১৪১ নং বিএসএফ বি ও পি এরিয়ার পদ্মা নদীর মধ্যে দিয়ে বাংলাদেশের উদ্দেশ্য বিপুল পরিমাণে ফেন্সিডিল পাচার করছিল চোরাকারবারীরা। বিএসএফ সূত্রে জানা যায় যে আজ সকালে যখন বিএসএফ জওয়ানেরা ডিউটি করছিলেন তখন বেশকিছু বস্তা ভেসে যেতে দেখেন ।তখন সেই বস্তা গুলো পদ্মার মাঝ থেকে কিনারায় নিয়ে এসে ক্যাম্পে খুলে দেখেন যে ১১৯৮ বোতল ফেনসিডিল রয়েছে মোট আটটি বস্তায়।পদ্মায় জল বাড়ায় নদী পথ কে বেছে নিয়েছে চোরাকারবারীরা বলে বিএসএফ সূত্রে খবর। উদ্ধার হওয়া ফেন্সিডিল ইন্ডিয়ার বাজার দর হলো প্রায় ২৪৫৯৬১ টাকা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct