আপনজন ডেস্ক: ভারতের ১১টি রাজ্যে সক্রিয় জাতীয় স্তরের কৃষক এবং ক্ষেতমজুর সংগঠন জয় কিষান আন্দোলন মঙ্গলবার সিকিম রাজ্যে তার ১২তম রাজ্য ইউনিট চালু করল। কেদারনাথ তিওয়ারিকে সিকিম রাজ্যের সভাপতি নিযুক্ত করা হয়েছে। কলকাতায় এক অনুষ্ঠানে জয় কিষান আন্দোলনের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি প্রবীর মিশ্রের উপস্থিতিতে জয় কিষান আন্দোলনের জাতীয় সভাপতি অভিক সাহা তিওয়ারীর হাতে আনুষ্ঠানিকভাবে জয় কিষান আন্দোলনের পতাকা তুলে দেন। অভিক সাহা বলেন, “জয় কিষান আন্দোলন আজ সিকিমে তার কৃষক-কেন্দ্রিক কার্যক্রম প্রসারিত করেছে। সিকিম, যে রাজ্যের জনসংখ্যার প্রায় ৮০% কৃষক, তাদের জন্য অ্যাজ একটি ঐতিহাসিক দিন। প্রতিটি রাজনৈতিক দল কৃষকদের সুরক্ষিত করার প্রতিশ্রুতি দেয় কিন্তু নির্বাচনের পরে প্রতিশ্রুতিগুলি হাওয়ায় মিলিয়ে যায়। জয় কিষান আন্দোলন নিশ্চিত করবে যাতে কৃষকদের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পালন করা হয় এবং সরকার সমস্ত কৃষকদের জন্য স্থায়ী জীবিকা নিশ্চিত করতে বাধ্য হয়।” কেদারনাথ তিওয়ারি বলেন: “জয় কিষান আন্দোলন শীঘ্রই গ্রামে গ্রামে যাত্রা শুরু করবে যার মাধ্যমে ৬ মাসের মধ্যে সিকিমের প্রতিটি গ্রামে ইউনিট স্থাপন করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct