আব্দুস সামাদ মন্ডল, দিনহাটা, আপনজন: কোচাবিহারের দিনহাটা প্রথম মহিলা মহকুমা শাসক হিসেবে পেল জম্মু-কাশ্মীরের প্রথম মহিলা আইএএস অফিসার ডা. রেহানা বশিরকে। মঙ্গলবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন। তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে দায়িত্বভার বুঝিয়ে দেন দিনহাটার প্রাক্তন মহকুমাশাসক হিমাদ্রি সরকার। এদিন দিনহাটার মহকুমাশাসক হিমাদ্রি সরকারের স্থলাভিষিক্ত হলেন ডা. রেহেনা বশির, হিমাদ্রিবাবু দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সেক্রেটারি হিসাবে যোগ দিচ্ছেন। নতুন দায়িত্ব নেওয়ার আগে হিমাদ্রি সরকারই কাশ্মীরি কন্যা ডা. রেহেনা বশিরকে দিনহাটার মহকুমাশাসকের দায়িত্বভার বুঝিয়ে দেন। রেহানা বশির জম্মু-কাশ্মীরের পুঞ্চে জেলার বাসিন্দা ছোট থেকেই পড়াশোনায় মেধাবী রেহানা, কাশ্মীর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস থেকে এমবিবিএস পড়াশোনা শুরু করেছিলেন। কিন্তু তাঁর দাদা আমির বসির ২০১৭ সালে ইউপিএসসি পরীক্ষায় ৮৪৩ স্থান করে নেন।
যা দেখে অনুপ্রাণিত হন রেহানা বশির তারপরই তিনিও ওই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দেন। তারপর দাদা পাশ করার পরের বছরই অর্থাৎ ২০১৮ সালে পরীক্ষায় বসেন রেহানা বশির। প্রথমবারেই বাজিমাত দাদার থেকেও ভালো ফল করেন রেহানা বশির পরীক্ষায় রেহানার র্যাঙ্ক হয় ১৮৭। এরপর আর ঘুরে তাকাতে হয়নি কাশ্মীরি কন্যাকে। মহিলা মহকুমাশাসক বলেন আব্বুর খুব ইচ্ছা ছিলো দাদা এবং আমি আইএএস হয় দুর্ভাগ্যবশত তিনি আইএএস অফিসার না দেখেই ইন্তেকাল করেন আর তার স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য আমরা মনস্থির করি আব্বুর স্বপ্নকে বাস্তবায়িত করব এরপর দাদাকে দেখেই অনুপ্রাণিত হয়েই ডাক্তারি পড়াশোনার মাঝে ইউপিএসসি পরীক্ষায় বসেছিলাম আব্বু আম্মুর দোয়াতেই এই ফলাফল যদিও ডা. রেহানা বশিরের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে দায়িত্ব নিয়ে কাজ করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন। সেখান থেকেই তাঁকে পদমর্যাদায় উন্নীত করে এদিন দিনহাটার মহকুমাশাসকের দায়িত্ব দেওয়া হল। এদিন দিনহাটার নতুন মহকুমাশাসক কাশ্মীরি মহিলা ডা. রেহানা বসিরকে জেলার বিভিন্ন দফতরের পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct