সম্প্রীতি মোল্লা, কলকাতা, আপনজন: গ্রাম পঞ্চায়েতে টেন্ডার ডাকলে তার আগে প্রথম সারির দৈনিক কাগজে বিজ্ঞাপন দেওয়া আবশ্যিক। সম্প্রতি এই নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। পুরুলিয়ার আড়শা ব্লকের শিরকাবাদ গ্রাম পঞ্চায়েত এর বিরুদ্ধে টেন্ডার ডাকার অনিয়ম-এর অভিযোগ নিয়ে মামলা দাখিল হয় কলকাতা হাইকোর্টে। শুনানি পরবর্তীতে কলকাতা হাইকোর্ট রাজ্যের সমস্ত জেলাশাসকদের উদ্দেশ্যে আদালত জানায় -’ রাজ্যর অর্থ দপ্তর ( ২০১৪ সালের আইন) এর নির্দেশ মেনে টেন্ডার ডাকতে হবে’। আড়শা ব্লকের শিরকাবাদ এর বাসিন্দা কৃষ্ণপদ মাহাতো টেন্ডার এর দুর্নীতি নিয়ে হাইকোর্টে গত মে মাসে একটি রিট পিটিশন দাখিল করেছিলেন।
সম্প্রতি এই মামলার শুনানি হয় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাস কৃষপদ মাহাতো র আইনজীবী সৌগত মিত্র আদালত এ দাবি করেন -’ রাজ্য অর্থ দপ্তর এর নির্দেশমতো টেন্ডার ডাকা হয়নি। রাজ্য অর্থ দপ্তর এর অডিট শাখার নির্দেশে বলা আছে প্রথম সারির দৈনিক পত্রিকাতে টেন্ডার প্রকাশ করতে হবে। তা শিরকাবাদ পঞ্চায়েত এর ক্ষেত্রে করা হয় নি. প্রধান এর টেন্ডার নোটিশ ডাকার এক্তিয়ার নেই। পঞ্চায়েত এর টেন্ডার ওয়েবসাইটে এ দেওয়া উচিত ছিলো। তা কোনো কিছু মানা হয় নি’। সমস্ত দিক বিবেচনা করে করে বিচারপতি অমৃতা সিনহা এজলাসে জানিয়েছেন, ‘আইন আনুযায়ী টেন্ডার নোটিশ দৈনিক পত্রিকায় দেওয়া উচিত ছিল। সব জেলাশাসক দের পঞ্চায়েত গুলি টেন্ডার ডাকার সময় আইন মেনে টেন্ডার ডাকছে কি না? সেটা দেখতে হবে। তা না হলে নিয়ম না মেনে টেন্ডার ডাকলে থমকে যাবে উন্নয়ন। ক্ষতি হবে সরকারের’।এই নির্দেশ রাজ্যের সমস্ত জেলাশাসককে পাঠানোর জন্য হাইকোর্ট এর রেজিস্টার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। যাতে জেলাশাসকরা নিয়ম মেনে পঞ্চায়েতগুলি টেন্ডার ডাকার নির্দেশ দেন। এখন দেখার আদালতের এই নির্দেশ রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত মেনে চলে কিনা?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct