মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পাকিস্তান নামটা শুনলে ভারতীয়দের একটা আলাদা অনুভূতি হয়। সন্ত্রাসবাদ জঙ্গি কাশ্মীর বিভিন্ন কথা ভারতীয়দের মনে আসে । কিন্তু বর্ধমানের নেরোদীঘির বছর ২৫ শের অভিকের অভিজ্ঞতা অন্যরকম। ভ্রমণপিপাসু অভিকের এবার গন্তব্যস্থল ছিল পাকিস্তান এর কর্তারপুর । যে কর্তারপুর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার নবজাত সিং সিধুর বন্ধুত্বের ইতিহাস হয়ে আছে। ভারতীয় বন্ধু সিধুর কথাই কর্তারপুর করিডর ভারতীয়দের জন্য সহজ করে দিয়েছিলেন ইমরান খান। এই করিডর খোলার জন্য গোটা পাঞ্জাবে ইমরান খান আর নবজাত সিং সিধুর কাট আউটে ভরে গিয়েছিল। পরে সেই কাট আউট সরিয়ে নিতে হয়। পাঞ্জাবের অমৃতসর হয়ে কর্তারপুর করিডর ঢোকেন অভিক। সেখানে গুরু নানকের জীবনের শেষ অংশ কেটেছে এবং তার স্মৃতি বিজরিত জায়গা গুলি দর্শন করেন অভিক । পাকিস্তানের গুরুদুয়ারা প্রবন্ধ কমিটির অব্যর্থনা সারা জীবন মনে রাখবেন অভিক দত্ত। ভারতীয়দের মত খাবার খান তিনি , চাপাটি সবজি ভাত। স্মৃতি হিসেবে আতর পেন নিয়ে আবার ভারতে প্রবেশ। অভিক বলেন নিয়মমাফিক কর্তারপুর গেলে কোনরকম অসুবিধা নেই। সেনাবাহিনীর কর্তাদের আন্তরিকতা ও মুগ্ধ করেছে অভিকে। ভারত পাকিস্তানের বৈরিতা এই ভাবেই যাওয়া আসা করলে কেটে যেতে পারে। মনে করেন অভিক। বাবা উজ্জ্বল কুমার দত্ত ব্যাবসায়ী মা-বাবা দাদা বোন নিয়ে সুখী সংসার বর্ধমানে । বেড়াবার অদম্য উৎসাহ তাকে পৌঁছে দেয় পাকিস্তানে । ভারত সীমান্তের শেষ অংশ দেরাবাবা নানক সেইখান থেকেই প্রবেশ করেন পাকিস্তানে । কিছুটা হেঁটে কিছুটা বাসে চড়ে । এক অন্যরকম অভিজ্ঞতার সাক্ষী রেখে আবার ভারতে প্রবেশ করেন অভিক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct