আপনজন ডেস্ক: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস ও জস বাটলার—এ পাঁচজন এর আগে সর্বশেষ একসঙ্গে ওয়ানডে খেলেছিলেন ২০১৯ সালে। আরও নির্দিষ্ট করে বিশ্বকাপের ওই ফাইনালে। এ মৌসুমে দুর্দান্ত কয়েকটি টেস্ট ম্যাচের পর এ ম্যাচ দিয়েই রঙিন পোশাকে ফিরলেন বেয়ারস্টো-রুট-স্টোকসরা। তবে ফেরাটা হলো ভুলে যাওয়ার মতোই। ওভালে সিরিজের প্রথম ওয়ানডেতে যশপ্রীত বুমরার তোপে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১১০ রানেই, ২৫.২ ওভারের মধ্যেই। ভারত সে রান তাড়া করেছে ১৮.৪ ওভারের মধ্যে, রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ওপেনিং জুটিই ভাঙতে পারেনি ইংল্যান্ড। ভারত ১০ উইকেটের জয় পেয়েছে ১৮৮ বল বাকি রেখে, ইংল্যান্ডের বিপক্ষে যেটি রেকর্ড তাদের। এর আগে কখনো ইংল্যান্ডকে ১০ উইকেটে হারায়নি ভারত। অধিনায়ক রোহিত অপরাজিত ছিলেন ৫৮ বলে ৭৬ রান করে, ধাওয়ান ৫৪ বলে ৩১ রানে। রোহিত তাঁর ইনিংসে ৭টি চারের সঙ্গে মারেন ৫টি ছক্কা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে বুমরার সঙ্গে শামির তোপে পড়ে ৬৮ রানেই ৮ উইকেট হারানোর পরও ইংল্যান্ড ১০০ পেরোতে পেরেছে আটে নামা ডেভিড উইলির ২৬ বলে ২১ আর ব্রাইডন কার্সের ২৬ বলে ১৫ রানের ইনিংসে। বুমরা শেষ পর্যন্ত ৬ উইকেট নেন মাত্র ১৯ রান দিয়ে, ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় পেসারের সেরা বোলিং এটি। এ ছাড়া মোহাম্মদ শামি নেন ৩ উইকেট। বোলিং সহায়ক কন্ডিশনে টসে জিতে ফিল্ডিং নেয় ভারত। আর ইংল্যান্ড বুমরার তোপে পড়ে শুরুতেই। ইনিংসের দ্বিতীয় ওভারে বুমরার অফ স্টাম্পের বাইরের বলটি স্টাম্পে ডেকে আনেন ফর্মের দিক দিয়ে নড়বড়ে থাকা রয়, ইংল্যান্ডের ধসের শুরুও সেখান থেকেই। এক বল পরেই বাড়তি বাউন্সে ভড়কে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন রুট। এরপর মোহাম্মদ শামির ভেতরের দিকে ঢোকা বলে কট-বিহাইন্ড স্টোকস, ঋষভ পন্ত নেন দারুণ এক ক্যাচ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct