আপনজন ডেস্ক: হুগলির চুঁচুড়ার প্রধান খাদ্য দপ্তরে সোমবার সকালে হুগলির জেলা রেশন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে বেশকিছু দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি জমা দেওয়া হয়।হুগলি জেলার রেশন ডিলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বোস জানান,কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার যে ভাবে রেশন ডিলারদের উপর ব্যাপক হারে চাপ সৃষ্টি করেছেন তাতে নাভিশ্বাস উঠছে ডিলারদের। যেমন দুয়ারে রেশন প্রকল্পের পরিকাঠামোর কোন ঠিক নেই, তেমনি রেশন দোকান থেকে সামগ্রী নিয়ে গিয়ে দূয়ারে বিতরণ করতে গেলে,অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে ডিলারদের।এছাড়াও আরোও চৌদ্দ দফা নিয়ে হুগলির চুঁচুড়ার প্রধান খাদ্য দপ্তরের আধিকারিকের কাছে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি জমা দেওয়া হয়। কমিশন বাড়ানো, দুয়ারে রেশন বন্ধ সহ রাজ্য সরকারের কাছে ১৪দফা ও কেন্দ্রীয় সরকারের কাছে ৯দফা দাবীতে চুঁচুড়া খাদ্যভবনে বিক্ষোভ দেখায় সারা ভারত রেশন ডিলার ফেডারেশন। এখান থেকেই আগামী ১৮তারিখ কলকাতা খাদ্য দফতর ও ২রা আগষ্ট দিল্লী চলোর ডাক দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct