সুব্রত রায়, কলকাতা, আপনজন: নবনির্মিত মেট্রো স্টেশনের উদ্বোধনের পর ১৪ জুলাই থেকে যাত্রী নিয়ে ছোটা শুরু করবে শিয়ালদা মেট্রোরেল। এবার থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো লাইনে সেক্টর-৫ থেকে শিয়ালদা পর্যন্ত ছুটবে মেট্রো।
এই পথে কোন স্টেশনে কত ভাড়া গুনতে হবে যাত্রীদের?
এ বিষয়ে ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, সেক্টর-৫ থেকে শিয়ালদা পর্যন্ত যেতে ভাড়া দিতে হবে ২০ টাকা। শিয়ালদা থেকে করুণাময়ী, সেন্ট্রাল পার্ক এবং সিটি সেন্টার স্টেশন পর্যন্তও ভাড়া অপরিবর্তিত। আবার বেঙ্গল কেমিক্যাল স্টেশন পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। অন্যদিকে শিয়ালদা থেকে সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান মেট্রো স্টেশনের ভাড়াও ১০ টাকা। শিয়ালদা স্টেশন থেকে প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো ছাড়বে। এরফলে ভিড় যথেষ্ট কম হবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। দেশের প্রথম মেট্রো এখন দুটি করিডরে বিভক্ত। একটি উত্তর দক্ষিণ ও অপরটি পূর্ব পশ্চিম মেট্রো। জানা যাচ্ছে, উত্তর দক্ষিণ মেট্রো উদ্বোধন হয়েছিল ১৯৮৪ সালে। অন্যদিকে ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি কলকাতায় প্রথম ইস্ট ওয়েস্ট মেট্রো চলাচল শুরু হয়। এই প্রকল্প হাওড়া ময়দান থেকে সেক্টর -৫ পর্যন্ত ১৬.৬ কিলোমিটার বিস্তৃত। এই দীর্ঘ যাত্রা পথের মধ্যে থাকছে মোট ১২টি স্টেশন। আপাতত সল্টলেক স্টেডিয়াম থেকে সেক্টর-৫ পর্যন্ত চলাচল করবে মেট্রো। সাম্প্রতিক অতীতে যুক্ত হয়েছে ফুলবাগান স্টেশনটি। এবার এই পথেই অষ্টম মেট্রো স্টেশন হিসেবে উদ্বোধন হতে চলেছে শিয়ালদা। এই মেট্রো স্টেশনদু'টি তৈরি করতে মোট ব্যয় হয়েছে ১২৫০ কোটি টাকা। এই পরিষেবা চালু হলে প্রায় ৩৫ হাজার নিত্যযাত্রী সুবিধা পাবেন বলে প্রাথমিক অনুমান মেট্রো কর্তৃপক্ষের। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ জেলার বাসিন্দারা সরাসরি উপকৃত হবেন। এ পাশাপাশি যাত্রীরা এখন থেকে অনায়াসেই মেডিক্যাল কলেজ হাসপাতাল, কলকাতার এন আর এস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, শিয়ালদা বি আর সিং কলেজে খুব কম সময়ে যাতায়াত করতে পারবেন। যাতায়াতে পাওয়া যাবে আরও সুবিধা। শিয়ালদা মেন ও দক্ষিণ শাখার যাত্রীরা সল্টলেকের সেক্টর-৫-এর আইটি হাব, আন্তর্জাতিক বাস টার্মিনাস, বইমেলা প্রাঙ্গণে পৌঁছতে পারবেন দ্রুত ও সহজে। আবার সল্টলেক ও নিউটাউন এলাকার পড়ুয়া ও শিক্ষকরা সহজেই প্রেসিডেন্সি কলেজ এবং কলেজ স্ট্রিট চত্বরে পৌঁছতে পারবেন।
কি কি সুবিধা রয়েছে পরিষেবায়?
জানা যাচ্ছে, সম্পূর্ণ বাতানকুল আধুনিক সুবিধাযুক্ত কামরার পাশাপাশি এই স্টেশনে লিফ্ট, এস্কালেটর, শৌচালয়-সহ একাধিক সুবিধা পাবেন যাত্রীরা। এছাড়াও শিয়ালদা স্টেশনে রয়েছে আপৎকালীন নিরাপত্তা সংক্রান্ত সমস্ত সুবিধা। স্টেশনের ভিতর দৃষ্টিনন্দন ভাস্কর্যের মাধ্যমে রাজ্যের সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ এও জানিয়েছে, গোটা ইস্ট ওয়েস্ট প্রকল্পটি ২০২৩ সালের মধ্যে সম্পূর্ণ করা হবে। যা হাওড়া ও শিয়ালদহের মতো এশিয়ার ব্যস্ততম দুটি রেল স্টেশনকে যুক্ত করবে। হাওড়া ময়দান থেকে ২০২৫ সালের মধ্যে ইস্ট ওয়েস্টের সম্পূর্ণ পরিষেবা চালু হবে বলে আশা মেট্রোরেল আধিকারিকদের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct