কুরবানী
জুলফিকার আলি মিদ্দে
‘ঈদুল আজহা’ একটি পবিত্র উৎসব।
এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ হল
হালাল পশুকে কুরবানী দেওয়া
মহান প্রতিপালকের নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্য।
কুরবানী ওয়াজিব সামর্থ্যবান দের জন্য।
ইদানীং সামর্থ্যের অতিরিক্ত ছাতি প্রদর্শনে
এটি যেন ধীরে ধীরে ঝুকে পড়ছে
একটি অঘোষিত প্রতিযোগিতার দিকে!
অনেকেই উল্লাসে ফেটে পড়ি পশুর রক্ত মেখে
আকাশ বাতাস মুখরিত করি আনন্দ উচ্ছাসে।
আসলে আমরা ভুলতেই বসেছি প্রায়
কুরবানীর প্রকৃত মাহাত্ম্যটাই!
যাইহোক, নিজেকেই না হয় বলি.....
রক্তমাংসের পশুটি তো হলো,
মনের টা কী হবে?
মনটা তো শয়তানী পশুর চারণভূমি হয়ে উঠেছে!!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct