পথশিশুর ঈদকথা
নাসরীন জামান
শহরের আস্তাকুড়ের উচ্ছিষ্ট খাবারে
ওরা হাতড়ে বেড়ায় জীবন,
হাতড়ে বেড়ায় বেঁচে থাকার দাম,
জীবন স্রোতে ভাসমান জীবনের ঘ্রাণ।
জাতিভেদে ওরাও যে মুসলমান।
ওরা ঈদের খুশীর বাঁকা চাঁদ খোঁজে না,
বোঝে না আভিজাত্যের অহং,
কোরবানির হাটের বেচাকেনার দরদাম।
ওরা যে নিজেরাই বিক্রি হয়ে গেছে
একটা আস্ত খড়কুটো জীবনের কাছে।
ওরা তাই খোঁজে না খোলা চোখে
শাওয়াল কিংবা জিলহজ্জের নতুন চাঁদ
ওরা খোঁজে শুধুই বেঁচে থাকা আর
ক্ষুধার্ত উদরের উচ্ছিষ্ট খাবার
ওরা যে ওরাই, স্বপ্নহীন জীবনের গান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct