আব্দুস সামাদ মন্ডল, হুগলি, আপনজন: এ বছর মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় নিজের মাদ্রাসার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা। কিছুদিন পূর্বে প্রকাশিত হয়েছে মাদ্রাসা বোর্ডের ফলাফল বের হয়। আর তাতে হুগলি জেলার ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্রী লামিসা খাতুন ফাজিল পরীক্ষার রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। উল্লেখ্য আলিম পরীক্ষাতেও লামিসা রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছিল মাদ্রাসা পরিচালক সমিতি ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সম্মিলিতভাবে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে লামিসা খাতুনকে ও পূর্ববর্তী যে সমস্ত ছাত্র-ছাত্রী রাজ্যে প্রথম দশে স্থান অধিকার করেছিল তাদের সকলকে সংবর্ধনা দেয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মাদ্রাসার সমস্ত শিক্ষক শিক্ষাসহ সহপাঠীরা।
আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানীয় অতিথির ভাষণে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি মুখপাত্র ফুরফুরা শরীফের সৈয়দ সাজ্জাদ হোসেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী বহুমুখী পরিকল্পনায় মাদ্রাসা ছাত্র ছাত্রীরা সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে তার প্রমান ডানকুনি মাদ্রাসা লামিসা খাতুন এক্ষেত্রে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা সঠিকভাবে শিক্ষাদান করছে তার প্রমাণ ডানকুনি মাদ্রাসা। সেই সঙ্গে বলেন,পরিচালক সমিতি এবং শিক্ষকরা যথেষ্ট নিয়ম কানুন মেনে নিজ নিজ দায়িত্ব পালন করেন বলেই সেখানকার ছাত্র-ছাত্রী প্রতিবছরই রাজ্যে প্রথম দশে স্থান করে নিচ্ছে। অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষা পর্ষদের ডেপুটি সচিব আজিজুর রহমান মাদ্রাসার পঠন-পাঠনের প্রশংসা করে বলেন, আপনাদের এই মাদ্রাসাকে দেখে আগামী দিনে আরো অন্যান্য মাদ্রাসা ও ছাত্র ছাত্রী অনুপ্রেরণা পাবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চন্ডীতলা বিধানসভার বিধায়ক স্বাতী খন্দকার, ডানকুনি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান হাসিনা শবনম, ভাইস চেয়ারম্যান প্রদীপ সাহা ডানকুনি থানার আইসি তাপস সিনহা, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ইদ্রিস আলী, সম্পাদক ওমর আলী শাফায়াত হোসেন প্রমুখ। এছাড়াও হুগলি জেলার বিভিন্ন মাদ্রাসা প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হাসান আলি মিরাজুল ইসলাম ও সেরিনা খাতুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct