আপনজন ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করার জন্য মস্কোর একজন জেলা কাউন্সিলরকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ক্রেমলিনের এক সমালোচনামূলক আইনজীবী বলেছেন, “ভুয়া তথ্য” সম্পর্কিত একটি নতুন আইনের অধীনে যে কেউ কারাগারে যাওয়ার এটি প্রথম ঘটনা। ক্রাসনোসেলস্কি জেলা পরিষদের সদস্য আলেক্সেই গোরিনোভ ১৫মার্চ একটি কাউন্সিলের বৈঠকেশিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছিল, সে সময় তিনি মন্তব্য করেছিলেন রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসনের যুদ্ধ চালাচ্ছে। ইউটিউবে পোস্ট করা বৈঠকের একটি রেকর্ডিংয়ে তিনি বলেন, শিশু দিবসের জন্য আমরা শিশুদের অঙ্কন প্রতিযোগিতা সম্পর্কে কী আর কথা বলতে পারি, যখন আমাদের প্রতিদিন বাচ্চারা মারা যাচ্ছে? ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরপরই রাশিয়ার সেনাবাহিনী সম্পর্কে ভুয়া তথ্য প্রচার” নিষিদ্ধ করার জন্য বিল পাস করে। গোরিনোভকে সেই ফৌজদারি আইনের ২০৭.৩ অনুচ্ছেদের অধীনে গ্রেফতার করা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct