অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: পার্থেনিয়াম নিধনে বিশেষ উদ্যোগ নিল বালুরঘাট পৌরসভা। শনিবার বালুরঘাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলরের তরফে এই এলাকায় চলে পার্থেনিয়াম নিধনের কাজ। জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় পার্থেনিয়াম গাছ বৃদ্ধি পেয়েছে। এই গাছের ক্ষতিকারক দিকগুলির হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন সময় ওয়ার্ডের বাসিন্দারা কাউন্সিলর এর কাছে আবেদন জানিয়েছিলেন। কাউন্সিলর সেই আবেদন খতিয়ে দেখে এদিন নিজেই পার্থেনিয়াম নির্মূলের কাজে নেমে পড়েন কাউন্সিলর। ওয়ার্ডে কর্মীদের সঙ্গে নিয়ে ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী শনিবার সকালে পার্থেনিয়াম নির্মূলের কাজ শুরু করেন। তিনি সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ক্ষতিকারক পার্থেনিয়াম গাছ নির্মূলকরণের কাজ সারেন কর্মীদের সঙ্গে নিয়ে। পার্থেনিয়াম গাছের ক্ষতিকারক প্রভাব থেকে ওয়ার্ডের সাধারণ মানুষকে দূরে রাখতে কাউন্সিলরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ওয়ার্ডের বাসিন্দারাও। এ বিষয়ে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর শিখা মহন্ত সাহা চৌধুরী জানান, আজ আমরা সকলে প্রার্থী নিয়ম নিধনের জন্য হাত লাগিয়েছি। পুরো ওয়ার্ড পার্থেনিয়াম মুক্ত করাই আমাদের লক্ষ্য। যতক্ষণ না আমরা সেই লক্ষ্যে পৌঁছেছি আমাদের এই কর্মসূচি চলবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct