সুব্রত রায়, কলকাতা, আপনজন: ‘রাজা বাজার দুর্ঘটনায় কলকাতা পৌর সংস্থার সঙ্গে কোনো সম্পর্ক নেই। হুকিংয়ের জন্য ঘটনাটি ঘটেছে। সিইএসসি-কে বলা হয়েছে এটা ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করতে। পূর্ব কলকাতার টেংরার ঘটনায় ভিতর আগুন লেগে ছিল।’ শনিবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এমনটাই জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এদিন তিনি প্রত্যেক নাগরিকের কাছে আবেদন জানান যে, এই শো-তে দেওয়া নম্বরে কোথাও বিদ্যুৎ হুকিং বা দুর্ঘটনা ঘটতে পারে এই ধরনের বিষয় জানা থাকলে ছবি পাঠাতে পারেন। তাহলে ব্যাবস্থা নেওয়া হবে। এদিনের অনুষ্ঠানে ফোন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ইঞ্জিনিয়ার অধ্যাপক কে ডি মুখোপাধ্যায়। তিনি কলকাতা পৌর সংস্থাকে পরামর্শ দিয়ে জানান, ল্যাম্প পোস্টে আর্থিং আছে কি না, তা ওয়ার্থ মেগার ইনস্ট্রুমেন্ট দিয়ে সমস্ত ওয়ার্ডের ল্যাম্প পোস্ট চেক করা যেতে পারে। সেটা লাগলে সহজে বোঝা যাবে যে, কোনও ল্যাম্প পোস্ট কারেন্ট লিকেজ আছে কি না। প্রতিটি ওয়ার্ডে এই মেশিন লাগানো হবে বলে জানান মেয়র। টেন্ডার ডাকার পর এটা সমস্ত ওয়ার্ডে লাগানো হবে বলে জানিয়েছেন মেয়র। সেই সঙ্গে ডেঙ্গু ম্যালেরিয়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, গ্রাম এলাকায় ডেঙ্গু মালারিয়া বাড়ছে। শহর এলাকায় বাড়ছে। পুরো শহরাঞ্চল এলাকায় নির্দেশ দেওয়া হয়েছে পদক্ষেপ গ্রহণ করার জন্য। এ নিয়ে বৈঠক করা হচ্ছে। কলকাতা পুরসভার ১৪ নম্বরওয়ার্ড ছাড়াও অন্য ওয়ার্ড থেকেও অভিযোগ আসছে। মশার লার্ভা সব জায়গায় জন্মায়। তাই স্থানীয় মানুষের দায়িত্ব নিতে হবে, বলে সতর্ক করেছেন মেয়র। করোনা সংক্রমণ মোকাবিলায় কেএমসিকে প্রত্যেক বাড়িতে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। তবে আপাতত করোনা নিয়ে ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।
অন্যদিকে তৈরি হলেও এখনও পর্যন্ত উদ্বোধনের অপেক্ষায় পড়ে রয়েছে শিয়ালদহ মেট্রো স্টেশন। এ বিষয়ে তিনি বলেন, বাংলার মানুষকে বোকা বানানো নয়। মেট্রো প্ল্যানিং সম্পূর্ণ কেন্দ্রের। মেট্রোকে সব রকমের সাহায্য করা হচ্ছে। তবে এখানেই শেষ নয়, সাংবাদিকদের এদিন তিনি পূর্ব কলকাতার জলাশয় নিয়েও একগুচ্ছ পরিকল্পনার কথা জানান। মেয়র বলেন, ইতিমধ্যে পরিবেশ মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। যেখানে জমি পড়ে রয়েছে সেখানে কম্প্রিহেনসিভ প্ল্যান করার কথা ভাবা হচ্ছে। এ বিষয়ে আরবান ফরেস্ট্রি-র সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ। সাংবাদিক সম্মেলনে উঠে আসে বর্ধমানের বিষ মদ কাণ্ড। বিষ মদ খেয়ে মৃত্যুর ঘটনায় প্রশাসন কড়া পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে ভাটপাড়া প্রসঙ্গে বিজেপি যে দাবি করেছে সেই প্রসঙ্গ তুলে ধরে ক্ষোভের সঙ্গে তিনি বলেন, উত্তরপ্রদেশে হামেশাই এমন ঘটনা ঘটছে। কেন সেখানে এন আই এ তদন্ত দাবি করছে না। শুধু ভাটপাড়াই কেন? সারা ভারতবর্ষে এন আই এ-এর তদন্ত করা উচিত। সেই সঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া সরকারি এসি বাসে অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি দাবি করেন, এসি জন্য বাসে আগুন লাগছে। এটা দেখতে বলা হয়েছে। ক্যানিংয়ে তৃণমূল কর্মী খুনের ঘটনা কোনও রাজনীতিক সংঘর্ষ নয়। এটা পুলিশ, কোর্ট দেখবে বলে সাফ জানিয়েছেন ফিরহাদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct