আপনজন ডেস্ক: রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে। গত পাঁচমাসের যুদ্ধে ইউক্রেনের বেশকিছু শহর ধ্বংসস্তূপে পরিণত হলেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়ে বলেছেন, রাশিয়া তো এখনো কিছু শুরুই করেনি। শুক্রবার তিনি আলোচনার পথ খোলা আছে বলেও ঘোষণা দিয়েছেন। খবর গ্লোবালনিউজ ও আরটি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, অস্ত্রসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে চলমান সংঘাত দীর্ঘায়িত করা এই ধরনের আলোচনা কঠিন করে তুলবে। আমরা শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করি না, তবে যারা প্রত্যাখ্যান করবে তাদের জানা উচিত- যত বেশি সময় নেবে, আলোচনা তত কঠিন হয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct