আপনজন ডেস্ক: ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ এড়াতে মশার কামড় থেকে বাঁচার প্রয়োজন। লক্ষ্য করলে দেখা যাবে, মশার কামড় কিছু মানুষকে তুলনায় বেশি কামড়ায়। ভিড়ের মধ্যে বসে আছেন অনেকেই। কিন্তু দেখা যাচ্ছে, তার মধ্যে দু-একজনকেই ছেঁকে ধরেছে মশা। গবেষণায় জানা যাচ্ছে, নির্দিষ্ট কয়েকটি গ্রুপের রক্ত বিশেষ করে পছন্দ মশাদের। এডিস মশাদের পছন্দ O ব্লাড গ্রুপের রক্ত। কিন্তু অ্যানোফিলিসদের পছন্দ AB গ্রুপের রক্ত।মশারা বহুদূর থেকে কার্বন ডাই অক্সাইডের হদিশ পায়। চেহারায় যারা দেখতে বড় তাদের শরীর থেকে স্বাভাবিক ভাবেই তুলনায় বেশি কার্বন ডাই অক্সাইড বেশি বেরোয় অন্যদের থেকে। তাই এদের মশা বেশি কামড়ায়। মুখ ও নাক থেকে কার্বন ডাই অক্সাইড বের হয় বলেই মাথার উপর মশার ঝাঁক ঘুরতে দেখা যায়। মশারা নানা রকমের গন্ধ পায়। ঘাম থেকে নির্গত অ্যামোনিয়া, ল্যাকটিক অ্যাসিড, এর গন্ধ পায় এরা। অতিরিক্ত পরিশ্রমে যেন শরীর গরম হয় এবং ল্যাকটিক অ্যাসিড তৈকি হয়।ঘামের গন্ধের উপরেও নির্ভর করে, কাকে মশা বেশি কামড়াবে। যারা ঘামে বেশি তাদের বহু দূর থেকেই সহজে হদিশ পায় মশারা। গর্ভবতী মহিলাদেরও মশা বেশি কামড়ায়। ২০০০ সালে আফ্রিকায় হওয়া একটি গবেষণা বলছে, গর্ভবতী মহিলাদের দ্বিগুণ পরিমাণে মশা কামড়ায়। কারণ এদের শরীর তুলনামূলক বেশি গরম থাকে।মশারা কি বিয়ার-এর স্বাদ পছন্দ করে? গবেষণায় দেখা গিয়েছে, যারা জল খেয়েছে তাদের থেকে বেশি যারা বিয়ার খেয়েছে, তারাই মশাকে বেশি আকর্ষণ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct