সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: এক টাকার ডাক্তার হিসেবে খ্যাত বীরভূমের ভূমিপুত্র ডা: সুশোভন বন্দ্যোপাধ্যায়। একদা ইংল্যাণ্ডের শেফিল্ডের মোটা মাইনের নিশ্চিন্ত চাকরির মায়া ত্যাগ করে দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন,জীবনভর তাদের জন্য উৎসর্গ করেছেন তাঁর চিকিৎসা পরিষেবা। ইনি রক্ত মাংসের গড়নে মানুষ হিসেবে দেখলে ও আসলে ইনি একজন ভগবান বোলপুর এলাকাবাসীর কাছে। ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায় বীরভূমের বোলপুর শহরের বাসিন্দা। গোয়েন্দা দফতরের কর্মী বিনয় কুমার বন্দোপাধ্যায় ছিলেন তাঁর বাবা এবং মনিমালা বন্দ্যোপাধ্যায় ছিলেন মা, সাধারণ গৃহবধূ, স্ত্রী ছায়া বন্দ্যোপাধ্যায় ও একজন গৃহবধূ। মেয়ে, জামাই দুজনেই চিকিৎসক।কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হেমাটোলজিস্ট গোল্ড মেডেলিস্ট।
অসাধারণ চাকরি ছেড়ে দিয়ে তিনি যোগ দিয়েছিলেন বিশ্বভারতীতে একজন ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার হিসাবে। কিন্তু সেই চাকরিতেও মন বেশি দিন টিকে নাই, এরপরে নিজের বাড়ির মধ্যেই খুলে ফেললেন একটা চেম্বার। গরীব দুঃস্থ মানুষদের জন্য তার জীবনকে উৎসর্গ করার মন্ত্র গ্রহণ করেছিলেন। নিজে অসুস্থ, ডায়ালিসিস চলছে তবুও রোগী দেখা বন্ধ নেই। তার এই অসাধারণ কৃতিত্বের জন্য নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এ। প্রতিদিন সকালবেলা বোলপুরের হরোগৌরীতলায় তার বাসভূমিতে দেখা যায় রোগীদের লম্বা লাইন। নিয়ম করে তিনি প্রতিদিন রোগী দেখেন। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ সকলের প্রিয় এক টাকার ডাঃ বাবু। বর্তমানে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। অসুস্থ শরীরকে পরাভূত করে তিনি আবার সুস্থ হয়ে ঘরে ফিরে আসুন, এটিই মহান স্রষ্টার কাছে প্রার্থনা জানাচ্ছেন বোলপুর শহরবাসী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct