আপনজন ডেস্ক: মিশরের প্রেসিডেন্টের ক্ষমা কমিটি বলেছে, তারা বিবেকের ৭৮ জন বন্দিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।সংসদ সদস্য তারেক এল-খাউলি আনাদোলু এজেন্সিকে বলেন, “এই তালিকায় ৬০ জন বন্দীকে মিশরের বেশ কয়েকটি ডিটেনশন সেন্টারে আটক করা হয়েছে। কমিটির আরেক সদস্য তারেক এল-আওয়াদির বরাত দিয়ে সংস্থাটি জানায়, ক্ষমাপ্রাপ্ত বন্দিদের মধ্যে রয়েছে ‘তোরা কারাগার থেকে ২৩ জন, আবু জাবাল কারাগার থেকে ২৬ জন, আল-কানাটার ডিটেনশন সেন্টারের আরও আটজন এবং আল-মিনিয়া কারাগার থেকে তিনজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct