আপনজন ডেস্ক: জম্মু ও কাশ্মীরের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল অমরনাথ গুহা। মেঘ ভাঙা বৃষ্টিতে ভেসে গেল তীর্থযাত্রীদের বহু তাঁবু। পাহাড় থেকে নেমে আসা জল ও কাদামাটি হুড়মুড়িয়ে ঢুকে পড়ে তাঁবুগুলিতে। তার ফলে, ১৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৪০জন তীর্থযাত্রী। চলছে উদ্ধারকাজ। অমরনাথ গুহার কাছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তাঁবু ভেসে যাওয়ার ঘটনা ঘটে। মেঘ ভাঙা বৃষ্টির সময় গুহার কাছে ১০ থেকে ১৫ হাজার ভক্ত উপস্থিত ছিলেন। এ ঘটনায় নিহতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছেন। এখনও প্রায় ৪০জন তীর্থযাত্রী আটকে থাকার খবর পাওয়া গেছে। গুহার কাছে আটকে পড়া যাত্রীদের পাঁচতরণীতে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবাহিনীও ত্রাণ ও উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct