অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: দক্ষিণ দিনাজপুরে বনমহোৎসব পালনের জন্য প্রস্তুতি সভা হলো বালুরঘাট ফরেস্ট রেঞ্জ অফিসে। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন রায়গঞ্জ ফরেস্ট ডিভিশনের অতিরিক্ত বিভাগীয় বনাধিকারিক সৌগত মুখার্জী, বালুরঘাট ফরেস্ট রেঞ্জ অফিসার সমীর শিকদার।এছাড়াও উপস্থিত ছিলেন দিশারী সংকল্প, দক্ষিণ দিনাজপুর বার্ডার্স ক্লাব, দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড প্রোটেকশন সমিতি, আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতি, পথের দিশা ফাউন্ডেশন, পতিরাম নাগরিক ও যুবসমাজ প্রভৃতি সংস্থা। ১৪ - জুলাই আত্রেয়ী নদীর ধারে বৃক্ষরোপণ অনুষ্ঠান দিয়ে বনমহোৎসব উদযাপন শুরু হবে। বিভিন্ন দিনে অনুষ্ঠান চলবে ২০ জুলাই পর্যন্ত। মিটিংয়ে উপস্থিত দিশারী সংকল্পের পক্ষে তুহিন শুভ্র মন্ডল, অমল বসু, সনাতন প্রামাণিকরা বলেন ‘রাস্তার ধারে বৃক্ষরোপন, পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সহ নানান কর্মসূচি বনবিভাগের সহযোগিতায় দিশারী সংকল্প নেবে ’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct