অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বিভিন্ন দাবি দাবা নিয়ে বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ ও পরবর্তীতে ডেপুটেশন কর্মসূচিতে শামিল হলেন আদিবাসী সম্প্রদায়ের ভুক্ত মানুষেরা। মূলত আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলের তরফে সর্বমোট ১৩ দফা দাবিতে বৃহস্পতিবার জেলা শাসকের কাছে লিখিত আকারে ডেপুটেশন দেওয়া হয়। তাঁদের দাবি দাওয়া মানা না হলে, আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের শামিল হবেন বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে, আদিবাসী সম্প্রদায় ভুক্ত এই সংগঠনের ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কোনরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় জেলা প্রশাসনিক ভবন চত্বরে। এ বিষয়ে আন্দোলনকারীদের তরফ এক ব্যক্তি জানেন, অল চিকি ভাষায় পঠন পাঠন ব্যবস্থা চালু করতে হবে। ২০০৩ সাল থেকে এই ভাষায় পঠন পাঠন চালুর কথা বলা হলেও আমাদের জেলায় এখনো এই ভাষায় পঠন পাঠন চালু করা হয়নি। পাশাপাশি আমাদের পঞ্চম তপশীল এখনো লাগু করা হচ্ছে না। ইত্যাদি মোট ১৩ দফা দাবিতে আজ আমরা জেলা শাসকের কাছে লিখিত আকারে ডেপুটেশন দিয়েছি। জেলাশাসক পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct