নিজস্ব প্রতিবেদক, লালগোলা, আপনজন: লালগোলা থানার ওসি থাকাকালীন বিপ্লব কর্মকারের হাত ধরে সমাজসেবায় হাতে খড়ি হয়েছিল এলাকার যুবক রবিউল ইসলাম এর। ওই সময় তিনি বুঝিয়েছিলেন সমাজ সেবা করলে মানুষের কি কি উপকারে লাগে। আর গত কয়েক বছর নিরবে লালগোলা এলাকায় সমাজসেবা করে চলেছেন এই তরুণ। কেউ চিকিৎসার খরচ জোগাতে পারছেন না, আবার কারও মেয়ের বিয়ে ,ঈদ কিংবা পূজা কেউ নতুন পোশাক কিনতে পাচ্ছে না সবকিছুতেই হাজির হচ্ছেন এই যুবক। গত কয়েক বছর ধরে সমাজসেবামূলক কাজ করে লালগোলা এলাকায় নজির তৈরি করেছেন। আবার কারো রক্তের প্রয়োজন তার জন্য রক্ত সংগ্রহ করে দিচ্ছেন ওই যুবক।
রবিউল ইসলাম বলেন,সমাজসেবার কাজ শিখেছিলাম লালগোলার তৎকালীন ওসি বিপ্লব কর্মকারের হাত ধরে। বেশ কয়েক বছর থেকে লালগোলা এবং জেলাজুড়ে রক্ত দিয়ে অনেক মানুষকে সহযোগিতা করতে পেরেছি।অসহায় মানুষের কথা সব সময় যন্ত্রণা দেয়। কয়েকজন যূবক মামুন , আরিফ, জিদানদের নিয়ে সহায় মানুষের বিপদে সকল মিলে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বিভিন্নভাবে মানুষদের সাহায্য করে এগিয়ে যাই। বিপ্লব কর্মকারের হাত ধরেই প্রতিবছর ঈদের সময় অসহায় বাচ্চাদের নতুন পোশাক, পুজোর সময় বাচ্চাদের নতুন পোশাক শীতের সময় কম্বল বর্ষার সময় ত্রিপল এবং করোনা কালে অসহায়দের খাবার দিয়ে সাহায্য করতে সক্ষম হয়েছি। বেশ কয়েক বছর ধরে, অসহায় মানুষের চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা, বিয়ের জন্য টাকার ব্যবস্থা, এতিমদের পড়াশোনার দায়িত্ব এবং বিয়ের দায়িত্ব নিয়ে থাকেন লালগোলার রক্তযোদ্ধারা।আগামীতে সকল অসহায় মানুষের পাশে থাকবে লালগোলা রক্ত যোদ্ধা এবং তাদের সংস্থার সকল সদস্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct