আপনজন ডেস্ক: জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে এক প্রচার সভায় বক্তৃতা দেওয়ার সময় এই গুলির ঘটনা ঘটে। এই খবর জানিয়েছে জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকে। প্রতিবেদনে বলা হয়েছে, ৬৭ বছর বয়সী আবে শহরের একটি রাস্তায় বক্তৃতা দিচ্ছিলেন তিনি পড়ে যান। এ সময় সেখানে গুলির শব্দ শোনা যায়। তারপর গুলিবিদ্ধ হওয়ায় রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে থাকা একজন এনএইচকে প্রতিবেদক বলেছেন, তারা আবের বক্তৃতার সময় পরপর দুটি শব্দ শুনতে পান। হামলাকারীকে জাপান পুলিশ গ্রেফতার করেছে। উল্লেখ্য, জাপানে বন্দুক সহিংসতার ঘটনা খুব কম। দেশটিতে ছোট বন্দুকের (হ্যান্ডগান) ব্যবহারও নিষিদ্ধ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct