আপনজন ডেস্ক: ৪ হাজার ইউরো (প্রায় ৫ লাখ টাকা) বেতনের মাসিক চুক্তিতে কাজের জন্য শ্রমিক খোঁজা হচ্ছে অস্ট্রেলিয়ায়। কাজ হচ্ছে গাছ থেকে পাকা লেবু তোলা। কাজের সময় সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দৈনিক ৬ ঘণ্টা । কিন্তু সেই কাজের জন্যও পর্যাপ্ত লোক পাওয়া যাচ্ছে না। এতে করে বড় ধরনের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন অস্ট্রেলিয়ার লেবু চাষীরা। চলমান এই সংকট কাটাতে দেশটির এক সংসদ সদস্য এ কাজে এগিয়ে আসতে কর্মীদের কাছে আবেদন করেছেন। অস্ট্রেলিয়ার সেই আইনপ্রণেতার পোস্টে সাড়াও মিলেছে প্রচুর। কিন্তু কাজ করার জন্য কর্মী তেমন মেলেনি। কর্মীর অভাবেই প্রচুর লেবু পড়ে নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন ওই এমপি। এ ব্যাপারে ওই আইনপ্রণেতা বলেছেন, ‘সানরেশিয়ার লেবু উৎপাদকরা খুব সমস্যার মধ্যে পড়েছেন। ভালো লেবু বাজারে পাঠাতে হবে। লেবুর উৎপাদনেও কমতি নেই। গাছে লেবু হয়েছে প্রচুর। কিন্তু সেই লেবু তুলে বাজারের পাঠানোর জন্য লোকের অভাব। পাকা লেবু মাটিতে পড়ে গেলে সবটাই নষ্ট।’অ্যানি ওয়েবস্টার আরো জানিয়েছেন, লেবু চাষে এ রকম কর্মীর অভাব তিনি প্রথম বার দেখছেন। বাইরের প্রায় ২১ হাজার কর্মী রয়েছে দেশে। কিন্তু তারা অন্য কাজে নিযুক্ত। করোনাভাইরাস মহামারির কারণেই বাইরে থেকে কর্মীরা আসতে পারছেন না অস্ট্রেলিয়ায়। আর মূলত এই কারণেই কর্মীর সংকট দেখা দিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct