আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কৃষ্ণাঙ্গ যুবক জেল্যান্ড ওয়াকারের মৃতদেহ যখন পুলিশ মর্গে নিয়ে যায়, তখনও তাঁর হাত পিছমোড়া করে হাতকড়া পরানো ছিল। জানা গিয়েছে, গত সপ্তাহে ওহাইওর অকরনে পুলিশের গুলিতে নিহত হন ওয়াকার। সামিট কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয়ে থাকা ওয়াকারের সুরতহাল প্রতিবেদনে যেসব ছবি রাখা আছে, তাতে দেখা যাচ্ছে, ওয়াকারকে যখন সেখানে নেওয়া হয়, তখন তিনি মৃত এবং তাঁর হাতে হাতকড়া পরানো। ছবি দেখে এটাও বোঝা যাচ্ছে, তাঁর জীবন বাঁচানোর চেষ্টা করা হয়েছিল। তাঁর রক্তপাত বন্ধ করার চেষ্টার প্রমাণ ছবিতে আছে। এ ছাড়া, তাঁর শরীরে এবং শরীরের পাশে ব্যান্ডেজ পড়ে আছে। ওয়াকারের ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন ওহাইওর ব্যুরো অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হবে। ওয়াকারের মৃত্যুতে পুলিশ কর্মকর্তাদের কোনো গাফিলতি আছে কিনা, ব্যুরো অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন তা তদন্ত করে দেখছে। গত ২৭ জুন খুব ভোরে পুলিশের গুলিতে নিহত হন ওয়াকার। পুলিশের ভাষ্য, তারা রাস্তায় ওয়াকারকে গাড়ি থামাতে বলেছিল। কিন্তু সে তা অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ প্রথমে তার গাড়ি ১৮ মিনিট ধরে ধাওয়া করে। এরপর তিনি গাড়ি থেকে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশও তাঁকে অনুসরণ করে। পুলিশের দাবি, ওয়াকার তাঁর কোমরে হাত দিতে যান। ‘আমাদের মনে হয়েছিল ওয়াকার ঘুরেছেন, দেখছেন এবং ফায়ারিং পজিশনের মধ্যে থেকে নড়াচড়া করছেন।’ আট পুলিশ কর্মকর্তা ওয়াকারকে গুলি করে। তাঁর শরীরে ৬০টির বেশি গুলি বিদ্ধ হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct