আপনজন ডেস্ক: প্রায় দুই সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না এক মহিলাকে। তদন্তে নেমে পুলিশ যা উদ্ধার করল, তা শুনলে শিউরে উঠবেন যে কোনও মানুষ। মহিলার খোঁজে নেমে তার বাড়ি যায় পুলিশ। তবে ঘরে প্রবেশ করতেই আঁতকে ওঠেন পুলিশ কর্তারা। তারা দেখতে পান মহিলার দেহাংশ। আর সেই দেহাংশ ঘিরে পরম আনন্দে নিজেদের রসনা তৃপ্তি করছে ২০টি বেড়াল। রাশিয়ার রোস্তভ অঞ্চলের বাতায়স্কে এই ঘটনাটি ঘটেছে। তবে কোথা থেকে ঘরে ঢুকল এই বিড়ালগুলি? তদন্তে চালিয়ে পুলিশ পরক্ষণেই জানতে পারে যে, বাইরের থেকে নয়। এই বিড়ালগুলি ছিল ঘরের ভিতরেও। ওই মাংসাশী বিড়ালগুলি মৃতা মহিলারই পোষা। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, অসুস্থতার কারণে ঘরেই মৃত্যু হয় এই মহিলার। মালিকের অনুপস্থিতিতে খাবার জোটেনি এই বিড়ালগুলির। বেশ কিছু সময় ধরে অভুক্ত থাকার পর নিজের মালিকের মৃতদেহকেই খাদ্য হিসাবে বেছে নেয় এই বিড়ালগুলি। পুলিশ জানিয়েছে, ওই মহিলার অধীনে কাজ করা এক কর্মচারী পুলিশকে জানায় যে মালিককে বেশ কিছু দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পরই তদন্তে নামে পুলিশ। এরইমধ্যে ওই মহিলার আধ খাওয়া মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এক প্রাণী বিশেষজ্ঞ বলেন, ‘‘বিড়ালগুলি অনেক দিন ধরে অভুক্ত ছিল। ঘরে কোনও খাবার ছিল না। তাই এই পরিস্থিতিতে তারা আর কী খাবে? যা হাতের সামনে পেয়েছে তাই খেয়েছে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct