আপনজন ডেস্ক: এবার থেকে ভারতে হোটেল-রেস্তোরাঁয় সার্ভিস চার্জ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। যদিও এর আগে ভারতের বিভিন্ন প্রান্তে হোটেল-রেস্তোরাঁয় সার্ভিস চার্জ দিতে গ্রাহকদের বাধ্য করা হত। এ নিয়ে নানান সময় অভিযোগ উঠে আসে।গ্রাহকদের করার অভিযোগের প্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা দিয়েছে দেশের ক্রেতা ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। নতুন নির্দেশনায় বলা হয়েছে, রেস্তোরাঁগুলোতে ক্রেতাদের কাছ থেকে কোনো নামে বাড়তি বকশিশ নেওয়া যাবে না। যারা বকশিশ দিতে চাইবেন না, তাদের রেস্তোরায় আসতে বাধা দেওয়া যাবে না। সার্ভিস চার্জের নামে রেস্তোরাঁগুলোয় ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়তি অর্থ আদায় করা হতো। যদিও নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকদের বিলে রেস্তোরাঁগুলোয় আর কোনোভাবেই সার্ভিস চার্জ নিতে পারবে না। আর তেমনটা কেউ করলে সেই হোটেল মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct