অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণে সভা করবে তৃণমূল কংগ্রেস। প্রতিবছরের মতো এ বছরও সেই সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই উপলক্ষে জেলায় জেলায় প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেইমত দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েও শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের জোড় কদমে প্রচার অভিযান। সেই প্রচার অভিযানের অংশ হিসেবে বুধবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় কুমারগঞ্জ হাই স্কুল মাঠে। যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল বসাক, চেয়ারম্যান নিখিল সিংহ রায়, বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, জেলা মাইনরিটি সেলের সভাপতি মোজাম্মেল হক, জেলা কিষাণ ও ক্ষেত মজুর এর জেলা সভাপতি মফেজ উদ্দিন মিয়া, জেলার বর্ষীয়ান তৃণমূল নেতা অজিত কুমার সরকার, প্রাক্তন বিধায়ক মাহমুদা বেগম সহ আরো অনেকে। বেশি লোক নিয়ে যেতে সভাপতিদের দায়িত্ব দেওয়া হয়। মিটিং শেষে কুমারগঞ্জ থেকে গোপাগঞ্জ পার্টি অফিস পর্যন্ত মিছিল করা হয়।
নিজের বক্তব্যে একুশে জুলাই এর গুরুত্ব উপস্থিত জনগণের সামনে তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি উজ্জ্বল বসাক। উজ্জ্বল বলেন, মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন ধর্মতলা চলো। সেদিনের সেই ইতিহাস সকলের কাছে পৌঁছে দিতে হবে। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বেশি পরিমাণে সাধারণ মানুষ যাতে কলকাতায় উপস্থিত থাকেন সেটাই আমাদের লক্ষ্য। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বেশি পরিমাণে সাধারণ মানুষকে কলকাতাতে উপস্থিত থাকার বার্তা দিয়েছেন। জেলা সভাপতি আরো বলেন, উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে মজবুত সংগঠন দক্ষিণ দিনাজপুর জেলা।এই সংগঠনকে আরো মজবুত করে তোলার জন্যই তিনি বার্তা দিয়েছেন।আর আমরাও এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ। আমরাও সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct