রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, আপনজন: ভিনরাজ্য থেকে ফিরেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হরিহরপাড়া হাসপাতালে চিকিৎসাধীন এক নার্সিং পড়ুয়া । আক্রান্ত ছাত্রীর নাম ফারিনা খাতুন। জানা যায় হরিহরপাড়ার মামুদপুর এলাকার বাসিন্দা ওই ছাত্রী আট মাস আগে বেঙ্গালুরুতে নার্সিং পড়তে যায় । সপ্তাহ খানেক আগে বাড়িতে ফিরে আসে ওই ছাত্রী। পরিবার সূত্রে জানা যায় বাড়ি ফেরার আগে জ্বর ছিল ওই পড়ুয়ার । বাড়িতে ফেরার পরেও ঠান্ডা লাগা না কমায়। ডেঙ্গু পরীক্ষা করান তিনি। রিপোর্ট পজিটিভ আসতেই মঙ্গলবার সন্ধ্যায় হরিহরপাড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় ঐ পড়ুয়াকে । বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্রী। হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যাধিকারিক মোঃ শাফি জানান এর আগে যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছিল তারা সকলেই সুস্থ । এখনো পর্যন্ত তিনজন ডেঙ্গু পজেটিভ হয়েছেন তারা হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct