রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: রাস্তার উপরে বালি পাথর থাকার ফলে অনেক সময় দুর্ঘটনা ঘটছে, তাই দূর্ঘটনার হাত থেকে মানুষকে বাঁচাতে কান্দি পুলিশ প্রশাসন বিশেষ উদ্যোগ নিল। কান্দি এলাকায় সদর রাস্তার ধারে কিংবা উপরে যত্রততা পড়ে থাকা বালি পাথর। ফলে রাস্তায় মানুষের যাতায়াত বা যানবাহন চলাচল ব্যাহত হয়। তাই তাই কান্দি থানার উদ্যোগে তা সরিয়ে দেওয়া ব্যবস্থা করা হয়।
কান্দির বিভিন্ন বাজারে রাস্তার ধারে রাখা দ্রব্য সামগ্রী বিশেষ করে শাকসবজি রাখার ফলেও যানজটের সৃষ্টি হয়।তাই রাস্তার দুপাশ থেকে রাস্তার উপরে থাকা দ্রব্য সামগ্রী সরিয়ে দিয়ে রাস্তা ফাঁকা করার ব্যবস্থা নিতে থাকে কান্দি পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কান্দি এলাকায় মানুষ। এছাড়াও দূর্ঘটনা যাতে না ঘটে তারজন্য কান্দি বিভিন্ন এলাকায় কান্দি থানার আই সি সুভাষচন্দ্র ঘোষের নেতৃত্বে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। যাতে দ্রুত গতিতে বাইক সহ অন্যান্য যানবাহন না চালায়। আগে জীবন, তারপর অন্য কাজ এই কথা মাথায় রেখে রাস্তায় নিজেকে সচেতন ভাবে চলাচল করতে হবে এবং পরিবারের অন্যান্য সদস্য দের বোঝাতে হবে। এই বার্তা দিতে গতকাল থেকে কান্দির মহলন্দী বাজার ডাঙ্গায় এই প্রচার এবং সচেতনতার বার্তা শুরু হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct