মঞ্জুর মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়া জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া ব্লকের লক্ষ্মীপুরসহ একাধিক গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল অবস্থা। দেখে মনে হবে পুকুর না রাস্তা। এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ওই রাস্তা মেরামতি করার দাবি করে আসছে প্রায় তিন কিলোমিটার রাস্তা জলমগ্ন হয়ে থাকে। লক্ষ্মীপুরসহ একাধিক গ্রামের চাপড়া থানার হাসপাতাল সহ বিভিন্ন প্রশাসনিক অফিসের একমাত্র রাস্তা ছোট বালিডাঙ্গা থেকে কল্যাণদহ পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তার উপর দিয়ে প্রতিনিয়ত স্কুল কলেজ হাসপাতাল এবং অন্য রুটের বাস ধরতে গেলে এই রাস্তার উপরে নির্ভরশীল ওই এলাকার বাসিন্দারা। লক্ষ্মীপুর কল্যাণদহ সহ বেশ কয়েকটি গ্রামের একমাত্র রাস্তা যেখান দিয়ে কলেজ হাসপাতাল চাপড়া বাজার সহ বিভিন্ন কাজে যেতে হয়। বৃষ্টির কারণে রাস্তার বেহাল অবস্থা দেখে বোঝা যাবে না পুকুর না রাস্তা বোঝা মুশকিল এই রাস্তা দিয়ে কোন টোটো বা অন্য কোন গাড়ি চলাচল করে না স্কুল ছাত্র ছাত্রীরা যাতায়াত করতে ভীষণ অসুবিধার মুখে পড়ছে। স্কুল ছাত্র সোহেল মন্ডল জানায় এই রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থা আমরা স্কুলের রাস্তা দিয়ে করি যে কোন সময় আমাদের সাইকেল বিপদের সময় হতে হয়। রাস্তা দিয়ে চলাচল করে না টোটো বা অন্য কিছু ছোট গাড়ি তাই আমরা তাতে স্কুলে যাতায়াত করতে পারি না। ছোট বালিডাঙ্গার কাসেম মন্ডল জানান দীর্ঘ তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা এই রাস্তা দিয়ে কোন যানবাহননয় সাইকেল নিয়ে যাতায়াত করতে গিয়েও ভীষণ অসুবিধা মুখে পড়তে হয় আমাদের। এলাকার বাসিন্দারা বিভিন্ন সরকারি দপ্তরে রাস্তা মেরামতির করার কথা জানালেও তা সমাধান হয়নি বলে জানা যায় এলাকার স্থানীয় মানুষজন। এলাকার মানুষজন জানান ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা ও স্কুল ছাত্রছাত্রীরা প্রত্যেকদিন বিভিন্ন কাজে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরে এই রাস্তা খানা খন্দে ভর্তি বর্ষা নামতেই এই রাস্তা পুকুরের চেহারা নিয়েছে এর আগে এই রুটে ১০ থেকে ১১ টি চলতো রাস্তার বেহাল অবস্থা দেখে এখন মাত্র পাঁচ থেকে চারটি বাস চলে চলাচল করতে জীবনের ঝুঁকি নিয়ে এই এলাকার বাসিন্দারা যাতায়াত করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct