আপনজন ডেস্ক: দেশের ৯২ জন প্রাক্তন আই্এএস ও আইপিএস অফিসার সুপ্রিম কোর্টের কাছে এক খোলা চিঠি লিখলেন বুধবার। ওই চিঠিতে তারা সুপ্রিম কোর্টের কাছে আর্জি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে যেন এক ব্যাখ্যা জারি করে, গুজরাত দাঙ্গায় প্রধানমন্ত্রীকে ক্লিনচিটের মামলায় রায় পুনর্বহলের ক্ষেত্রে এই উদ্দেশ্যে ছিল না যে তিস্তা শীতলবাদকে গ্রেফতারের মুখোমুখি করা। তাই সমাজকর্মী তিস্তা শীতলবাদ এবং অন্যান্যদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের “অযৌক্তিক পর্যবেক্ষণ” প্রত্যাহারের দাবি জানিয়েছেন। ‘খোলা চিঠিতে’ তারা শীর্ষ আদালতকে জানান, রায় ঘোষণার একদিন পর তিস্তা শীতলবাদকে আটক করা হয়েছিল এবং পরের দিন গুজরাত পুলিশ দাঙ্গা সংক্রান্ত মামলার বিষয়ে ভুয়ো প্রমাণ তৈরির অভিযোগে গ্রেফতার করেছিল। তারা তাই সুপ্রিম কোর্টের কাছে তিস্তা শীতলবাদের নিঃশর্ত মুক্তির আদেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের অবসরপ্রাপ্ত ৯২জন আমলার স্বাক্ষর সম্বলিত ওই চিঠিতে আরও বলা হয়েছে, ‘নীরবতা পালন আদালতের মর্যাদা হ্রাস করে এবং সংবিধানের অঙ্গীকার সম্পর্কে প্রশ্ন তোলে। রাষ্ট্রের ভূমিকা জীবন ও স্বাধীনতার মৌলিক অধিকার রক্ষা করার ক্ষেত্রে প্রশ্নে মুখে দাঁড়ি করিযে দিয়েছে বলে ওই চিঠিতে বলা হয়েছে। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাই, প্রাক্তন বিদেশ সচিব সুজাতা সিং, প্রাক্তন মুখ্য তথ্য কমিশনার ওয়াজাহাত হাবিবুল্লাহ, প্রাক্তন স্বাস্থ্য সচিব কে সুজাতা রাও, প্রাক্তন আইপিএস অফিসার এ এস দুলাত এবং প্রাক্তন আইএএস অফিসার অরুণা রায় প্রমুখ। চিঠিতে আরও বলা হয়েছে, ২০২২ সালের ২৪ জুন জাকিয়া জাফরি বনাম গুজরাত রাজ্যের মামলায় তিন বিচারপতির বেঞ্চের সাম্প্রতিক রায়ে দেশের নাগরিকরা পুরোপুরি হতাশ। সুপ্রিম কোর্ট গুজরাত সরকারের বিশেষ তদন্তকারী দল সিট-এর কর্মকর্তাদের প্রশংসা করেছে, আর যারা সিট-এর রিপোর্টকে চ্যালেঞ্জ করেছে তাদের তিরস্কার করা হয়েছে। তাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের স্বতঃপ্রণোদিত হয়ে তাদের আদেশ পুনর্বিবেচনা করতে প্রাক্তন বিচারপতি মদন লোকুরের বক্তব্যকে সমর্থন করার অনুরোধ জানান। প্রাক্তন বিচারপতি লোকুর বলেছেন, শীর্ষ আদালতের এই মর্মে একটি ব্যাখ্যা জারি করা ভাল করবে যে এটি তাদের উদ্দেশ্য ছিল না যে তিস্তা শীতলাবাদকে গ্রেফতারের মুখোমুখি হতে হবে এবং একই সঙ্গে তাকে নিঃশর্ত মুক্তির আদেশ দিতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct