নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বিভিন্ন দাবিতে বিকাশ ভবনের সামনে মাদ্রাসা সার্ভিস কমিশন পাশ প্রার্থীরা ধর্ণায় বসেছেন। মঙ্গলবার তাদের অবস্থান ১৪ দিনে পড়ল। এদিন চাকরিপ্রার্থীদের ধর্ণা মঞ্চে উপস্থিত হন ওয়েলফেয়ার পার্টির প্রতিনিধিরা। চাকরিপ্রার্থীদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে দলের রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী বলেন, ‘১০ হাজার মাদ্রাসা তৈরির প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় এসেছিল। এখন সেই মাদ্রাসা তৈরি তো দূরের কথা, বর্তমান মাদ্রাসাগুলিই আজ ধ্বংসের মুখে। এখানে শুন্যপদের সংখ্যা প্রায় ১০ হাজারের অধিক, আর এভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেই শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে সমস্ত শূণ্যপদে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করে মাদ্রাসার পঠন-পাঠন স্বাভাবিক করার দাবী জানাচ্ছি।’ এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পার্টির রাজ্য ট্রেজারার মামুন আকতার হোসেন। উল্লেখ্য, ২০১৩ সালের প্রথম বিজ্ঞপ্তির পরে ২০১৪ সালের গোড়ায় নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে মাদ্রাসা সার্ভিস কমিশন ঘোষণা করেছিল ৩১৮৩ টি শূণ্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হবে। পাশাপাশি লিখিত পরিক্ষা প্রর্যন্ত বর্ধিত ভ্যাকান্সিও আপডেটেড হবে। কিন্তু ২০১৪ সালের সংশোধিত বিজ্ঞপ্তির পর থেকে ২০১৮ সাল পর্যন্ত নানান টালবাহানার পর নিয়োগ প্রক্রিয়া শুরু হলে প্রাথমিক ঘোষণার ৩১৮৩ টি শুন্যপদের ক্ষেত্রে কমিশন মাত্র ১৯০০ প্রার্থী রেকমেন্ড করে। অথচ মাদ্রাসায় চাকরি পায় ১৫০০ জন। ভ্যাকেন্সি আপডেট করা হয়নি। তারপর ২০১৮ সাল থেকে এপর্যন্ত কলকাতায় ধারাবাহিকভাবে আন্দোলন চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct