জিয়াউল হক, চুঁচুড়া, আপনজন: প্রকাশ্য দিবালোকে কলেজ থেকে বেড়িয়ে অটো ধরার সময় এক তরুনীকে শ্লীলতাহানি টোটোতে আসা দুই মদ্যপ যুবকের। মহিলার চিৎকারে ঘটনাস্থল থেকে চম্পট দিলেও বাইক নিয়ে পিছু নেয় ওই তরুণীর সহপাঠী। কিছুটা এগিয়ে টোটোটি দাঁড় করাতেই আধলা ইট ছুঁড়ে মারে টোটো চালক। ঘটনায় হেলমেট থাকলেও মুখে গুরুতর আঘাত লাগে কার। এরপরই স্থানীয়রা টোটোতে থাকা এক যুবককে ধরে ফেলে। চলে উত্তমধ্যম। যদিও টোটোচালক চম্পট দেয়। ঘটনাস্থলে উপস্থিত হয় চুঁচুড়া থানার পুলিশ। অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যায় পুলিশ। সোমবার বিকেলে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলীর কানাগর এলাকায়। ওই এলাকায় একটি বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজের ২য় বর্ষের এক ছাত্রী কলেজ থেকে বেরিয়ে অটো ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন। সেসময় দিল্লী রোডের দিক থেকে একটি টোটোতে করে দুই যুবক আসছিল। একজন টোটো চালাচ্ছিল। অন্যজন বসেছিল। অভিযোগ দুজন ইঞ্জিনিয়ারিং ওই ছাত্রীর কাছে মদের টাকা দাবি করে বলে অভিযোগ। টাকা না দেওয়াতেই ওই ছাত্রীর শ্লীলতাহানি বলে অভিযোগ। ছাত্রীর চিৎকারে দুজনে টোটো নিয়ে চম্পট দেয়। এরপর পিছনেই ওই ছাত্রীর এক পুরুষ সহপাঠী বাইক নিয়ে ধাওয়া করে টোটোটিকে। অ্যাকোয়ামেরিনা ক্রস করে হুগলীর স্টেশনের দিকে আসতেই টোটোটিকে দাঁড় করায় ওই ছাত্র। সঙ্গে সঙ্গে টোটোতে থাকা একজন আধলা ইট ছুঁড়ে মারে ছাত্রকে। ঘটনায় মাথা থেকে হেলমেট পরে যায়। তরুন ছাত্রের মুখে ইটের আঘাত লাগে। ততক্ষনে স্থানীয়রা এক যুবককে ধরে ফেলে। অন্য জন পালিয়ে যায়। পরে চুঁচুড়া থানার পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। ঘটনাস্থলে আসে কলেজ কর্তৃপক্ষও। তাঁরা এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct