নিজস্ব প্রতিবেদক, সুজাপুর, আপনজন: পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের ২০২২ শিক্ষা বর্ষের হাই মাদ্রাসার শিক্ষার্থী মালদা বাতলা অদর্শ হাই মাদ্রাসা থেকে পরীক্ষা দেয়। এবছর মেধা তালিকায় ৭৮৬ পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করে। পিতা পেশায় ঝালমুড়ি বিক্রি করে কোনরকম সংসার সামলান। সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক আবু সিদ্দিক খান বলেন, সিরাত পরিবার বরাবরই রাজ্যের মেধাবী কৃতি ছাত্র ছাত্রীদের সাফল্যের স্বীকৃতি প্রদান করার জন্য মেধা তালিকায় স্থান অধিকার- অধিকারীনিকে বাড়ি বাড়ি গিয়ে স্কলারশিপ, পুস্তক মেডেল মেমন্ট ইত্যাদি দিয়ে উতসাহিত করে।শরিফা খাতুনকে এদিন মালদা সুজাপুরে নগদ অর্থ, মেডেল, উত্তরীয়, ফুল, মিষ্টি মেমন্ট দিয়ে সংবর্ধিত করা হয়। উজ্জ্বল ভবিষ্যত কামনা করা হয়। তার জীবনে বড় হওয়ার জন্য এবং পড়াশোনার খোঁজ খবর রাখবে বলে প্রতিশ্রুতি দেন। উপস্থিত ছিলেন, সিরাতের সদস্য আবু বকর সরদার, সমাজকর্মী নাসিমুল হক, আব্দুর রউফ প্রমুখ। শরীফা খাতুন বলেন, আমি যে রেজাল্ট করেছি সব কৃপা মহান আল্লাহর তারপর আমার পিতামাতা সহ শিক্ষক শিক্ষিকাদের। আজ আমি সিরাতের কাছ থেকে যে সম্মান পেলাম তাতে আমার পড়াশোনার গতি বাড়িয়ে দিল। আমি আরো ভালো রেজাল্ট করবো। প্রতিষ্ঠিত হয়ে দেশ ও দশের কাজ করবো ইনশাআল্লাহ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct