সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: আদিবাসী কুড়মি সমাজ রানিবাঁধ ব্লক কমিটির পক্ষ থেকে কুড়মালী ভাষায় পঠন পাঠনের দাবিতে স্মারকলিপি দেওয়া হল রানিবাঁধ সরকারি ডিগ্রি কলেজে। সোমবার দুপুরে ওই ডেপুটেশন দেওয়া হয়। ওই সংগঠন জানায়, ২০১৮সালে রাজ্য সরকার কুড়মালি ভাষাকে দ্বিতীয় রাজ ভাষার স্বীকৃতি দিয়েছে। পুরুলিয়ার সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে কুড়মালি ভাষায় সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স পড়ানো হয়। আগামী শিক্ষাবর্ষে ঝাড়গ্রাম ইউনিভার্সিটিতে কুড়মালি ভাষায় ছ মাসের সার্টিফিকেট কোর্স ও এক বছরের ডিপ্লোমা কোর্স চালু হবে বলে জানায় ওই সংগঠন। এদিন রানিবাঁধ ব্লকের বেশ কিছু ছাত্র-ছাত্রী সহ আদিবাসী কুড়মি সমাজের নেতৃত্ব ডেপুটেশনের মাধ্যমে কুড়মালি ভাষায় অনার্স ও পাস কোর্স চালু করার দাবি রাখেন। ডেপুটেশনের পর কলেজ কর্তৃপক্ষ কুড়মালি ভাষায় পঠন পাঠনের জন্য যথাযথ ব্যবস্থা নেবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা আদিবাসী কুড়মি সমাজের যুগ্ম- সম্পাদক বীরেন্দ্রনাথ মাহাত, রানীবাঁধ ব্লক কমিটির সভাপতি দীপক মাহাত, ব্লক কমিটির সম্পাদক পরীক্ষিত মাহাত, খাতড়া ব্লক কমিটির সম্পাদক কৃষ্ণপদ মাহাত সহ অন্যেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct