কুতুব উদ্দিন মোল্লা, জয়নগর, আপনজন: প্রায় ১৫ বছর আগে রাস্তা মেরামত করা হয়েছিল। তারপর তেকে রাস্তা সংস্কারের কাজ না হওয়ায় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ধোসা থেকে কেল্লা রোডের বেহাল অবস্থা। কেল্লা যাওয়ার একমাত্র পথ বলতে এই ধোসা রোড। প্রত্যন্ত সুন্দরবন ভ্রমণকারীদের জন্য অন্যতম পর্যটন কেন্দ্র এই কেল্লা। আর সেখানে যাওয়ার একমাত্র রাস্তার বেহাল দশার কারণে কেল্লার পিকনিক স্পট কেন্দ্রে পর্যটকদের আনাগোনা একেবারেই কমে গেছে। জানা গেছে, প্রায় ১৫ বছর আগে ২০০৫ সালে তত্কালীন রাজ্যের সেচ মন্ত্রী সুভাষ নস্কর তত্ত্বাবধানে শুরু হয় কাজ। সেই থেকে বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তা।এই ব্যস্ততম রাস্তাটি জয়নগর তথা কুলতলির মানুষের যাতায়াতের একমাত্র পথ। এই রাস্তাটির দুরবস্থার কথা বারবার বলা সত্ত্বেও দীর্ঘকাল ধরে অবহেলিত হয়ে পড়ে রয়েছে বলেই এলাকার মানুষের তীব্র অভিযোগ। একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার কারণে এই বিস্তীর্ণ এলাকার কয়েক লক্ষ অধিবাসীর যাবতীয় কাজকর্ম, এমনকি মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট অসুবিধায় পড়ছে সাধারণ মানুষ।বলে অভিযোগ এলাকার মানুষজনের। দুই টোটো চালক সাবির হোসেন গাজী ও আনারুল মন্ডল বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন আমাদেরকে ধোসা থেকে মোষমারি ও কেল্লাতে এলাকার প্যাসেঞ্জার নিয়ে যেতে হয়। জীবনের ঝুঁকি নিয়ে প্যাসেঞ্জার নিয়ে যেতে হয়।
বেহাল অবস্থায় থাকার কারণে। বহু দুর্ঘটনার ঘটনা ঘটেছে এই রাস্তারতে। এছাড়া ইঞ্জিনের পার্টস ভেঙে গিয়ে ও ক্ষতির মুখে পড়তে হয়। অটোচালক থেকে ও টোটো চালক সহ ইঞ্জিন ভ্যান চালক ভাইদের কে। এছাড়া এলাকার বাসিন্দারা বলেন, এমন বাজে রাস্তা থাকার কারণে ঠিকমতন গাড়ি চলাচল হয় না। হলেও খুবই কম গাড়ি চলে। তাতে খুবই খরচা বেশি হয়। ঠিক সময় গাড়ি পাওয়া যায়না। তাতে খুবই সমস্যায় পড়তে হয়। স্থানীয় বাসিন্দা সুরাইয়া হালদার বলেন। এই পথে বর্তমানে অটো এবং টোটোই ও ইঞ্জিন ভ্যান একমাত্র সম্বল। এক্ষেত্রে এই বেহাল পথই একমাত্র শহরে যাওয়ার উপায়। কিন্তু দীর্ঘকাল ধরে ঢোসা থেকে টানা কেল্লা পর্যন্ত। বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তা। আনুমানিক ধোসা থেকে কেল্লা এই রাস্তাটি ২৫ কিলোমিটার দূরত্ব। রাস্তা যেভাবে পুকুর হয়েছে, তাতে পরিচ্ছন্ন রাস্তার রুপও নষ্ট হয়েছে। আসলে কুলতলি জয়নগর থেকে হাজার হাজার মানুষের মুখ্য এই সড়ক পথটি দীর্ঘকাল মেরামত না হওয়ায় এবং যেটুকু মেরামত হয়। তা ভাঙা ইটের তালি দিয়ে হয়। যেভাবে পুকুর হয়েছে, তাতে পরিচ্ছন্ন রাস্তার রুপও নষ্ট হয়েছে। কুলতলি ও জয়নগর থেকে হাজার হাজার মানুষের মুখ্য এই সড়ক পথটি দীর্ঘকাল মেরামত নালি দেওয়া ছাড়া কোনদিনই হয়না বলেই এই রাস্তায় জল জমে। এবং এই জল বেরোবার পথ না থাকায় সহজেই এই দীর্ঘ পথ অচল হয়ে পড়ে। মানুষের চলার অযোগ্য এই পথে অনেক দুর্ঘটনাও ঘটে থাকে ও কিছু অসাধু ব্যবসায়ী এই রাস্তার পাশে টনসিল, বালি, ফেলে রেখে ব্যবসা করে। এদিকে দৃষ্টি নেই পুলিশ প্রশাসনের। এক্ষেত্রে এই জয়নগর ধোসা রোডের সংস্কারের দাবি রাখছেন এলাকার সর্বশ্রেণীর মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct