রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: আপনজন: পথ দূর্ঘটনা এড়াতে এবং পথ চলতি মানুষকে সচেতন করতে এবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন যে -“নিজের ও অপরের জীবন বাঁচাতে সরকারি সমস্ত বিধি নিষেধ পালন করুন। গাড়ী চালানোর সময় গাড়ির গতি নিয়ন্ত্রনে রাখুন, ড্রাইভারগণ মনে রাখবেন আপনার বাড়িতে আপনার আপনজন আপনার অপেক্ষায় ও আপনার ভরসায় বেঁচে আছে। গাড়ি অস্তে চালান জীবন বাঁচান।” পুলিশ প্রশাসনের এই উদ্যোগ হাটে বাজারে এবং রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে মাইকিং করে সচেতনতার বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন। উল্লেখ্য কান্দি সহ মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে গত কয়েক মাসে পথ দূর্ঘটনার খবর পাওয়া গেছে। কয়েকজন মারাও গেছেন। এই রকম দূর্ঘটনা যাতে না বাড়ে তাই ট্রাক, লরি, ডাম্পার এর ড্রাইভারদের উদ্দেশ্য জানানো হয়েছে -“ আপনারা আপনার খালাসী বা হেল্পার দিয়ে গাড়ি চালাবেন না । জনবহুল এলাকা, হাট বাজার, স্কুল , মাদ্রাসার সামনে গাড়ি নির্দিষ্ট গতিতে গাড়ি চালান এবং স্পিড লিমিট মেনে চলুন।”তাছাড়া অল্প বয়স্ক ছেলেমেয়েরা হাইস্পিড মটর বাইক হাতে পেয়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে “মোটর সাইকেল চালক ও সহকারী সর্বদা মাথায় হেলমেট পরুন। নিজে বাঁচুন নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। মোটর সাইকেলে দুজনের বেশি চাপবেন না। আপনার গাড়ির ব্যালান্স বা সমতা থাকবে না , এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি।”তাছাড়া বাজার এলাকার বা জন বহুল এলাকায় রাস্তার ধারে যেখানে সেখানে মোটরসাইকেল এবং টুকটুক বা টোটো অকারণে যাতে দাঁড়িয়ে না থাকে। এবং চার জনের অতিরিক্ত প্যাসেঞ্জার টুকটুকে চাপানো নিষেধের জন্য বলেছেন। প্রায় ওভার টেকিং করার ফলে দূর্ঘটনার খবর পাওয়া যায়, যে ওভার টেকিং আইনত দণ্ডনীয় অপরাধ।পশ্চিমবঙ্গ সরকারের “সেভ ড্রাইভ সেভ লাইফ” এর প্রতিটি নিয়ম আপনার জীবন জীবন বাঁচানোর কবচ। ট্র্যাফিক আইন মেনে চলুন দূঘটনা মুক্ত এলাকা গড়ে তুলুন।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct