আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। পশ্চিম উপকূলে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় শহরে একজনের মৃত্যু হয়েছে। আরো কয়েক হাজার মানুষের জীবন ঝুকির মুখে রয়েছে। দক্ষিণ-পশ্চিম সিডনির ৩০ হাজার অধিবাসীকে তাদের বাড়িঘর থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডমিনিক পেরোটেট জানিয়েছেন, রাজ্যের ৩টি প্রধান নদীর তীর ভেঙে প্রায় ৩২ হাজার বাসিন্দার জীবন মারাত্মক ঝুঁকিতে ফেলেছে। এরই মধ্যে উদ্ধারের জন্য জরুরি বিভাগ ১ হাজার ৬০০ কল পেয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের উপকূলে মেইটল্যান্ড এবং নিউক্যাসল থেকে ইল্লাওয়ারা পর্যন্ত অনেক জায়গায় ২০০ থেকে ৩৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে সিডনির কয়েকটি এলাকায়। ফলে বাধ ও নদীগুলো উপচিয়ে পড়ছে। এর সঙ্গে যোগ হয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা। বাঁধ রক্ষার জন্য ইমার্জেন্সি সার্ভিস ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ব্যস্ত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct