আপনজন ডেস্ক: সোমবার মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে হেরে গেল উদ্ধব ঠাকরে শিবির। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করায় বহাল থাকল একনাথ শিন্ডে সরকার। মহারাষ্ট্রের ২৮৭জন বিধায়কের মধ্যে ১৬৪জন বিধায়কের সমর্থন পেয়ে একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী পদে বহাল থাকলেন। যদিও সরকার গড়ার জন্য প্রয়োজন ছিল মাত্র ১৪৪জন বিধায়কের সমর্থন। শিবনেরা মধ্যে ভাঙনের ফলে মহারাষ্ট্রে প্রায় দুই সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল। আস্থা ভোটে একনাথ শিন্ডের শিবির ১৬৪ ভোট পেয়েছে। বিরোধীরা পেয়েছে ৯৯ ভোট। শিবসেনা বিধায়ক সন্তোষ বাঙ্গার আস্থা ভোটের আগে একনাথ শিন্ডে শিবিরে যোগ দেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct