আপনজন ডেস্ক: মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মুখপাত্রের পদ থেকে বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মাকে গ্রেফতার করার পক্ষে মত প্রকাশ করলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার অভিযোগ করেন, নূপুর শর্মা বিতর্ক হল বিজেপির বিভাজনমূলক নীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি ষড়যন্ত্র। তাই তিরি জোর দিয়ে বলেন, বিজেপির বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মাকে গ্রেপ্তার করা উচিত। কারণ কাউকে ‘আগুন নিয়ে খেলতে’ দেওয়া উচিত নয়। এদিন কলকাতায় অনষ্ঠিত বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্ট ২০২২’-এর প্রথম দিনে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, বিজেপি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির মাধ্যমে ভুয়ো খবর এবং ভিডিও ছড়াচ্ছে।তিনি বলেন, ‘নূপুর শর্মা বিতর্ক সম্পূর্ণ ভাবে একটি ষড়যন্ত্র। এটি বিজেপির ঘৃণ্য ও বিভেদমূলক নীতি। কেন তাকে গ্রেফতার করা হল না? তাকে গ্রেপ্তার করুন কারণ আপনি আগুন নিয়ে খেলতে পারবেন না।
আমাদের দেশে আমরা সবাই একসাথে আছি। আপনি যদি জনগণকে বিশ্বাস না করেন, তাহলে আপনি কীভাবে নিজেকে বিশ্বাস করবেন? আমি হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, শিখ এবং বৌদ্ধ সব সম্প্রদায়ের পক্ষে।’ মমতা দাবি করেন, নবী হজরত মুহাম্মদ সা. সম্পর্কে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের কারণে বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে। বাংলাদেশে সহিংস ঘটনার ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে এর আগে দায়ের করা এফআইআরের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার করছে। তারা ভুয়ো, সাম্প্রদায়িক ভিডিও এবং সংবাদ ছড়ানোর জন্য টাকা দিয়েছে। এমন অনেক টিভি চ্যানেল রয়েছে যারা এটি করার জন্য অর্থ প্রদান করে। মমতা আরও বলেন, নূপুর শর্মা বিতর্ক আমার দেশকে বিভক্ত করছে এবং আমাদের ভাবমূর্তিকে প্রভাবিত করছে। আমি দেখতে পাচ্ছি আমার দেশ একটি নির্দিষ্ট দলের কারণে অন্যের কাছে নৈতিকভাবে মাথা নত করছে। কিছু দেশ আমাদের পণ্য বয়কট করেছে। এটা লজ্জার বিষয়।’উল্লেখ্য, মুহাম্মদ সা.কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বারে বারে সমন পাঠানো সত্ত্বেও পুলিশ কর্মকর্তাদের সামনে হাজির হতে ব্যর্থ হওয়ার পর শনিবার কলকাতা পুলিশ শর্মার জন্য একটি লুকআউট নোটিশ জারি করেছিল। শর্মার বিরুদ্ধে শহরের ১০ টি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। শর্মা আমহার্স্ট স্ট্রিট থানা এবং নরকেলডাঙা থানার কর্মকর্তাদের সামনে হাজির হতে ব্যর্থ হন। যার জন্য শনিবার লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। মমতাকে প্রশ্ন করা হয়, আপনার সরকার কী নূপুর শর্মাকে গ্রেফতার করতে চাচ্ছে? জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘কেন নূপুর শর্মাকে গ্রেফতার করা উচিত নয়? আপনি এখন এ কথা বলছেন কারণ আদালত এ বিষয়ে কিছু মন্তব্য করেছে, কিন্তু এটা এখনকার বিষয় নয়। আমরা অতীতেও তার বিরুদ্ধে এমন একটি মামলা নথিভুক্ত করেছি, যেখানে একটি ভুয়ো ভিডিওতে বাংলাদেশের একটি ঘটনাকে পশ্চিমবঙ্গের ঘটনা বলে বর্ণনা করা হয়েছিল। সে সময়েও নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।’মমতা বললেন- ‘জিজ্ঞেস করছেন, কেন তাকে গ্রেফতার করা হবে? আমি বলতে চাই, গ্রেফতার করা উচিত কারণ, আপনি দেশে আগুন নিয়ে খেলতে পারেন না। এ দেশে সবাই এক সাথে আছে, আর মানুষকে বিশ্বাস করতে না পারলে নিজের উপর আস্থা রাখবে কী করে? ’নূপুর শর্মা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন- ‘আপনি কী মনে করেন আমাকে তার নাম নেওয়া উচিত? একটি জাতীয় টেলিভিশন চ্যানেলে একজন ঘৃণা ছড়ানো ব্যক্তির নাম নেওয়া হবে, এটা ভুল। তার নাম নেওয়া থেকে বিরত থাকাই ভালো।
এটা বিজেপির ষড়যন্ত্র এবং ঘৃণা ও বিভেদ ছড়ানোর রাজনীতির অংশ।’মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিজেপির সাবেক জাতীয় মুখপাত্র নূপুর শর্মার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার আমহার্স্ট স্ট্রিট এবং নারকেলডাঙা থানা সমন পাঠিয়ে হাজিরা দিতে বলেছিল নূপুর শর্মাকে। গত (সোমবার) কোলকাতা পুলিশের কাছে তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি। জীবনের ঝুঁকি রয়েছে জানিয়ে কোলকাতা পুলিশের থেকে চার সপ্তাহ সময় চেয়েছিলেন। কিন্তু চার সপ্তাহ সময় পেরিয়ে গেলেও তিনি হাজিরা দেননি। সেজন্য গত (শনিবার) লুকআউট নোটিস জারি করেছে কোলকাতা পুলিশ। প্রসঙ্গত, কারও বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হলে তিনি দেশ ছেড়ে যেতে পারেন না। সাধারণত, পুলিশ বা অন্য কোনও তদন্তকারী সংস্থা কোনও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ বা অন্য কোনও কারণে তলব করার পরও সেই ব্যক্তি হাজির না হলে তার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করতে পারে। সে ক্ষেত্রে যার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি হয়, তিনি দেশ ছাড়তে পারেন না। এরআগে ঘৃণাভাষণের অভিযোগে নূপুর শর্মার বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কাঁথি থানাতেও একটি এফআইআর দায়ের করেছিলেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ও আইনজীবী আবু সোহেল। নূপুরের বিরুদ্ধে স্বেচ্ছায় শান্তিভঙ্গের প্ররোচনা দেওয়া, হুমকি দেওয়াসহ নানা ধারায় মামলা করা হয়। নূপুরকে দ্রুত গ্রেফতার করা না হলে প্রয়োজনে সুপ্রিম কোর্টে আবেদন করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct