আপনজন ডেস্ক: একটি আন্তর্জাতিক ফুড চেন সংস্থায় টানা ২৭ বছর ধরে কাজ করছেন এক ব্যক্তি। কিন্তু তার এই কর্মজীবনে একদিনও ছুটি নেননি। আর তারই স্বীকৃতি হিসেবে সেই কর্মী পেলেন প্রায় দুই কোটি টাকা। জানা গিয়েছে বার্গার কিং নামে একটি আন্তর্জাতিক ফুড চেন সংস্থার কর্মী কেভিন ফোর্ড। গত ২৭ বছরের কর্মজীবনে এমনকী সপ্তাহান্তে কোনো ডে অফও নিতেন না। কাজের প্রতি তার এই ভালবাসা, একনিষ্ঠ আচরণে মুগ্ধ সংস্থাও। সেই কারণেই একগুচ্ছ উপহার দিয়ে একটি ব্যাগ তুলে দেওয়া হয় কেভিনের হাতে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার সেই উপহার পাওয়ার দৃশ্য। যেখানে ব্যাগ থেকে একের পর এক জিনিস বের করে দেখাচ্ছেন কেভিন। পেন থেকে চকোলেট, মেমেন্টো, সিনেমার টিকিট ইত্যাদি নানা ছোটখাটো উপহারে ভরে গিয়েছে তার ব্যাগ। কিছু দিয়েছে কোম্পানি আর বাকিটা সহকর্মীরা। কিন্তু এর চেয়েও বড় উপহার তার কাছে এসেছে মেয়ের হাত ধরে। কেভিনের মেয়ে সেরিনা অনলাইনে অনুদানের জন্য একটি পেজ তৈরি করেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন, দীর্ঘ ২৭ বছর তার বাবা টানা কাজ করে চলেছেন। নিজের ছেলে-মেয়েকে ভালোভাবে লেখাপড়া করাতে, সংসার চালাতে তার এই আত্মত্যাগ। বাবাকে ধন্যবাদ স্বরূপ অনুদানের আবেদন করেছিলেন সেরিনা। সেই আবেদনেই মেলে বিপুল সাড়া। এরই মধ্যে প্রায় দুই কোটি টাকারও বেশি অর্থ জমা পড়েছে কেভিনের ঝুলিতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct