সম্প্রীতি মোল্লা , কলকাতা, আপনজন: শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় যখন রাজ্যসরকারের নাজেহাল অবস্থা। তাতে নবতম সংযোজন দমকল বিভাগে নিয়োগে বেনিয়মের অভিযোগ। এই মর্মে মামলার শুনানি চলে সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এদিন দমকলে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট । কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে দমকলে নিয়োগ মামলায়।আগামী মঙ্গলবার পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। সম্প্রতি দমকল বিভাগে নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয়ে প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে বলে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। এই মামলাতেই কলকাতা হাইকোর্ট এদিন এই নির্দেশ দিল। সম্প্রতি বিভিন্ন নিয়োগ মামলায় নাজেহাল অবস্থা রাজ্য সরকারের । স্কুল সার্ভিস ও প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বহু প্যানেল বাতিলও করেছে কলকাতা হাইকোর্ট। আদালত সুত্রে প্রকাশ, দমকল বিভাগের প্রায় ১৫০০ পদে নিয়োগের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।এদিন এই নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, রাজ্যের দমকল বিভাগে প্রায় ১৫০০ পদে অপারেটর নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার। গত ২০১৮ সালে সেই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হয়েছিল। এই চাকরির নিয়োগের ক্ষেত্রেই বেনিয়মের অভিযোগ উঠেছে।মামলাকারীদের অভিযোগ, -' দু’টি প্রশ্ন ভুল ছিল। মৌখিক পরীক্ষায় নাম্বার দেওয়াতে দুর্নীতি ঘটেছে ' সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। দুপক্ষের সওয়াল-জবাব শোনার পর ডিভিশন বেঞ্চ আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত এই নিয়োগের উপর স্থগিতাদেশ জারি করেছেন। অর্থাত্, আপাতত কোনওরকম নিয়োগ করা যাবে না। এরপর মামলা শেষ হলে, তার উপরই নির্ভর করবে চাকরিপ্রার্থীদের ভবিষ্যত্।প্রসঙ্গত , রাজ্যে শিক্ষক নিয়োগে একের পর এক বেনিয়মের অভিযোগ প্রকাশ্যে এসেছে।কলকাতা হাইকোর্টে বার বার মুখ পুড়েছে রাজ্যের। সিবিআই তদন্ত করছে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগের। এরই মধ্যে ফের একবার হাইকোর্টে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। ১৫০০ পদে নিয়োগে আপাতত স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। আগামী সপ্তাহে এই মামলার ফের শুনানি রয়েছে।প্রায় সব নিয়োগ সংক্রান্ত মামলাতেই মুখ পুড়ছে রাজ্য সরকারের। এরই মধ্যে আবার দমকল বিভাগের কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে।সোমবার সেই পরিপ্রেক্ষিতে নিয়োগের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চ এক সপ্তাহের জন্য এই স্থগিতাদেশ দিয়েছে। আগামী সোমবার এই মামলাটির ফের শুনানি। গত ২০১৮ সালে অগ্নিনির্বাপণ বিভাগে ফায়ার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ২০১৯ সালে লিখিত পরীক্ষা হয় কিন্তু পরে অভিযোগ উঠতে থাকে যে প্রশ্নে ভুল ছিল। তাই ফলপ্রকাশের পর থেকেই একাধিক সমস্যা বাড়তে থাকে। প্রাথমিক পর্যায়ে স্যাটের দ্বারস্থ হয়েছিল পরীক্ষার্থীরা তবে তাতে কোনও লাভ না হওয়ার অবশেষে তারা কলকাতা হাইকোর্টে যায়। আদালতে তারা অভিযোগ জানায়, স্পোর্টস কোটা বা অগ্নিনির্বাপনের প্রশিক্ষণের শংসাপত্র থাকলে যে অতিরিক্ত নম্বর বা সংরক্ষণ মেলে তা থেকে তারা বঞ্চিত হয়েছেন, আবার অন্যদিকে সাধারণ বা জেনারেল চাকরিপ্রার্থী তফশিলি কোটায় চাকরি পেয়েছেন। সেই মামলার শুনানিতেই এদিন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct